ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপদ আশ্রয়ে যেতে গিয়ে প্রাণ গেল ৭০ ফিলিস্তিনির

  • Reporter Name
  • Update Time : ০২:৩৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • ১৭৬ বার পড়া হয়েছে।

ছবি: সংগৃহীত

সবুজদেশ ডেস্কঃ

গাজা শহরের উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণাঞ্চলে যাওয়ার সময় ইসরাইলি বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস।

শনিবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনি সংগঠন হামাসের মিডিয়া অফিসের বরাত দিয়ে এতে বলা হয়েছে, গাড়িতে করে গাজা শহরের উত্তরাঞ্চল ছেড়ে যাওয়ার সময় ইসরাইলি বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

স্থল হামলা শুরুর আগেই গাজা শহর থেকে সব বেসামরিক মানুষদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। গতকাল সকালে দেওয়া বিবৃতিতে ২৪ ঘণ্টায় সময়ও বেঁধে দিয়েছিল তারা।

বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, আগামী দিনগুলোতে তারা গাজা শহরে ‘উল্লেখযোগ্য’ অভিযান চালাবে। পরের ঘোষণা না আসা পর্যন্ত বেসামরিক নাগরিকরা ফিরে আসতে পারবেন না বলেও জানিয়েছে তারা।

তবে উত্তর গাজার বাসিন্দাদের সরে যেতে ইসরাইলের নির্দেশের বিরোধিতা করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক সংস্থাটি বলেছে, ভয়াবহ মানবিক বিপর্যয় ছাড়া এত মানুষের স্থানান্তর সম্ভব নয়। এই নির্দেশনা প্রত্যাহারে ইসরাইল সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে তারা।

ইসরাইলের হামলায় গাজায় নিহত বেড়েই চলেছে। গত ৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে উপত্যকাটিতে এক হাজার ৯০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। 

আহত সাড়ে সাত হাজারের বেশি। অন্যদিকে হামাসের হামলায় ইসরাইলে এক হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত দুই হাজার ৮০০ জনেরও বেশি।
 

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

নিরাপদ আশ্রয়ে যেতে গিয়ে প্রাণ গেল ৭০ ফিলিস্তিনির

Update Time : ০২:৩৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

সবুজদেশ ডেস্কঃ

গাজা শহরের উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণাঞ্চলে যাওয়ার সময় ইসরাইলি বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস।

শনিবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনি সংগঠন হামাসের মিডিয়া অফিসের বরাত দিয়ে এতে বলা হয়েছে, গাড়িতে করে গাজা শহরের উত্তরাঞ্চল ছেড়ে যাওয়ার সময় ইসরাইলি বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

স্থল হামলা শুরুর আগেই গাজা শহর থেকে সব বেসামরিক মানুষদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। গতকাল সকালে দেওয়া বিবৃতিতে ২৪ ঘণ্টায় সময়ও বেঁধে দিয়েছিল তারা।

বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, আগামী দিনগুলোতে তারা গাজা শহরে ‘উল্লেখযোগ্য’ অভিযান চালাবে। পরের ঘোষণা না আসা পর্যন্ত বেসামরিক নাগরিকরা ফিরে আসতে পারবেন না বলেও জানিয়েছে তারা।

তবে উত্তর গাজার বাসিন্দাদের সরে যেতে ইসরাইলের নির্দেশের বিরোধিতা করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক সংস্থাটি বলেছে, ভয়াবহ মানবিক বিপর্যয় ছাড়া এত মানুষের স্থানান্তর সম্ভব নয়। এই নির্দেশনা প্রত্যাহারে ইসরাইল সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে তারা।

ইসরাইলের হামলায় গাজায় নিহত বেড়েই চলেছে। গত ৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে উপত্যকাটিতে এক হাজার ৯০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। 

আহত সাড়ে সাত হাজারের বেশি। অন্যদিকে হামাসের হামলায় ইসরাইলে এক হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত দুই হাজার ৮০০ জনেরও বেশি।
 

সবুজদেশ/এসইউ