হরিণাুকুন্ডুতে প্রতিপক্ষের আঘাতে কৃষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার খলিশাকুন্ডু গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত কৃষক রবজেল উদ্দিন (৪৮) মারা গেছেন। সোমবার ভোরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
উল্লেখ্য-এর আগে ওই গ্রামে গত ১২ অক্টোবর বিকেলে জমিজমা নিয়ে বিরোধে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রবজেল উদ্দিনসহ উভয়পক্ষের ৭ জন আহত হন। পরে এ ঘটনায় একই গ্রামের ভরস আলী, মারফত আলী, আরিফুল ইসলাম, শামিম হোসেন ও জাবেদ আলীসহ ৫ জনের নামের থানায় মামলা দেন নিহতের ছেলে মুস্তাক আলী।
মুস্তাক আলী জানান, আসামিদের সাথে জমিজমা নিয়ে তাদের বিরোধ রয়েছে। ঘটনার দিন তাদের বাড়ির পথে গাছ ফেলে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসামিরা। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তার বাবাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে।পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ বলেন, মারামারির ঘটনায় উভয়পক্ষ মামলা দিয়েছিল। এখন এটি হত্যা মামলায় পরিণত হবে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।