ঝিনাইদহ সীমান্তে পিস্তলসহ গুলি উদ্ধার (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪ টি পিস্তলসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৮ বিজিবি। বুধবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার মকরধ্বজপুর গ্রাম থেকে এসব অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মাসুদ পারভেজ রানা বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সূত্রে আমরা খবর পাই যে ভারত হতে বিশেষ কিছু নিয়ে আসবে। সেজন্য একটি বিশেষ টহল দল দুইভাবে বিভক্ত হয়ে মহেশপুর উপজেলার মকরধ্বজপুর গ্রামের কলা বাগানের মধ্যে দুইটি পৃথক স্থানে এ্যাম্বুশ নিয়ে বসে থাকি। গোয়েন্দা তথ্যের বর্ণনা মোতাবেক ৩ জন চোরাকারবারী আনুমানিক পৌনে ৪টার দিকে সীমান্ত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। সে সময় বিজিবি সদস্যের উপস্থিতি টের পেয়ে তারা বস্তাসহ দৌড়ে পালানোর চেষ্টা করে। টহলদল তাদের পিছু ধাওয়া করলে চোরাকারবারীরা বস্তাটি ফেলে ঘন কুয়াশা এবং অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত কলা বাগানের মধ্য দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
তিনি আরো জানান, পরবর্তীতে বিজিবি টহল দল ঘটনাস্থল তল্লাশী করে প্লাষ্টিকের বস্তাটি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাটি খুলে কম্বলের ভাজেঁর মধ্যে অভিনব কায়দায় ৮ রাউন্ড গুলি, ৪টি পিস্তল (১টি অত্যাধুনিক বিদেশী পিস্তল, ৩টি স্থানীয়ভাবে তৈরী পিস্তল) ও ৩টি কম্বল জব্দ করা হয়। পরে গুলি ও পিস্তলগুলো আইনি প্রক্রিয়া মোতাবেক মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।