ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ১ (ভিডিও)

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
  • ৪২১ বার পড়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জে অস্ত্র ও গুলিসহ রাজন বিশ্বাস নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার একতারপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক রাজন বিশ্বাস উপজেলার একতারপুর গ্রামের রেজাউল বিশ্বাসের ছেলে।

মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, একতারপুর গ্রামের এক নারী সম্প্রতি ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজন বিশ্বাসকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়। এই মামলায় রাজন বিশ্বাসকে আটক করতে অভিযান পরিচালনা করে পুলিশ। মঙ্গলবার দুপুরে একতারপুর গ্রামের রাস্তা থেকে আটক করা হয়। এ সময় তার কোমরে থাকা একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর আগে রাজন বিশ্বাসের নামে নাশকতা, মাদকসহ ৪টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভিডিও…

Tag :

কালীগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ১ (ভিডিও)

Update Time : ০৪:৩৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জে অস্ত্র ও গুলিসহ রাজন বিশ্বাস নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার একতারপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক রাজন বিশ্বাস উপজেলার একতারপুর গ্রামের রেজাউল বিশ্বাসের ছেলে।

মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, একতারপুর গ্রামের এক নারী সম্প্রতি ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজন বিশ্বাসকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়। এই মামলায় রাজন বিশ্বাসকে আটক করতে অভিযান পরিচালনা করে পুলিশ। মঙ্গলবার দুপুরে একতারপুর গ্রামের রাস্তা থেকে আটক করা হয়। এ সময় তার কোমরে থাকা একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর আগে রাজন বিশ্বাসের নামে নাশকতা, মাদকসহ ৪টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভিডিও…