ঝিনাইদহে অসুস্থ্য গরুর মাংস বিক্রয়ের অপরাধে কসাই আটক, জেল-জরিমানা
ঝিনাইদহের মহেশপুরে অসুস্থ্য গরুর মাংস বিক্রয়ের অপরাধে জালাল উদ্দিন নামে এক কসাইকে আটক করেছে পুলিশ। এসময় ভ্রাম্যমান আদালত তাকে ৩ মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া মহেশপুর পৌর শহরের কলেজ স্ট্যান্ডের মাংসের দোকান সিলগাল করে বিক্রির কাজে ব্যবহৃত সারঞ্জাম পুড়িয়ে দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ তারিকুল ইসলাম এ রায় দেন। আটক জালাল উদ্দিন উপজেলার রামচন্দ্র গ্রামের ভোলাই বিশ্বাসের ছেলে।
উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বেশ আগে থেকে তার বিরুদ্ধে অসুস্থ্য ও মরা গরুর মাংস বিক্রির অভিযোগ ছিল। মঙ্গলবার অসুস্থ্য সাংস বিক্রির সময় ধরা পড়ে। এ অপরাধে তাকে ৩ মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা এবং মাংস বিক্রয়ের ব্যবহৃত চৌকিসহ অন্যান্য আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পশুস্বাস্থ্য কর্মকর্তা ফজলূল কবির ও মহেশপুর থানার এসআই ফারুক হোসেন