ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমিয়ে অনেকটাই কাছাকাছি কমলা

আন্তর্জাতিক ডেস্ক:

কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প/ ছবি: সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে ফলাফলে ট্রাম্পের সঙ্গে শুরুর দিকে বেশি ব্যবধান থাকলেও এখন অনেকটাই কাছাকাছি চলে এসেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।

বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ট্রাম্প ২৩০টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন। অপরদিকে কমলা এগিয়ে আছেন ২১০টিতে। দুজনের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। জয়ী হতে হলে একজন প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়।

নির্বাচনে বেশিরভাগ দোদুল্যমান রাজ্যেই এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের রাজ্যগুলোতে গত নির্বাচনে সুবিধা করতে না পারলেও এবার দারুণভাবে ‘কামব্যাক’ করেছেন সাবেক এই প্রেসিডেন্ট।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা ও পেনসিলভানিয়ায় বেশিরভাগ ভোট গণনা শেষ হয়েছে। এই রাজ্য তিনটিতে পরিষ্কার ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

অ্যারিজোনা এবং উইসকনসিনেও এগিয়ে রিপাবলিকান প্রার্থী। তবে রাজ্য দুটিতে কমলা হ্যারিসের সঙ্গে তার ভোট ব্যবধান খুবই কম।

বিপরীতে, মিশিগান রাজ্যে এগিয়ে রয়েছেন কমলা। তবে সেখানে এ পর্যন্ত মাত্র ৩২ শতাংশ ভোট গণনা হয়েছে। সুতরাং আরও ভোট গণনা হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টেও যেতে পারে।

এছাড়া ভার্জিনিয়াতেও এগিয়ে আছেন কমলা। হ্যারিস সেখানে জয়ী হলে তৃতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প এই রাজ্যে হেরে যাচ্ছেন। ২০০৮ সাল থেকে প্রতিটি নির্বাচনেই ভার্জিনিয়া ডেমোক্র্যাট প্রার্থীই জয় ছিনিয়ে এনেছেন।

About Author Information
আপডেট সময় : ১১:৩৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
১২ Time View

ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমিয়ে অনেকটাই কাছাকাছি কমলা

আপডেট সময় : ১১:৩৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে ফলাফলে ট্রাম্পের সঙ্গে শুরুর দিকে বেশি ব্যবধান থাকলেও এখন অনেকটাই কাছাকাছি চলে এসেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।

বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ট্রাম্প ২৩০টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন। অপরদিকে কমলা এগিয়ে আছেন ২১০টিতে। দুজনের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। জয়ী হতে হলে একজন প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়।

নির্বাচনে বেশিরভাগ দোদুল্যমান রাজ্যেই এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের রাজ্যগুলোতে গত নির্বাচনে সুবিধা করতে না পারলেও এবার দারুণভাবে ‘কামব্যাক’ করেছেন সাবেক এই প্রেসিডেন্ট।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা ও পেনসিলভানিয়ায় বেশিরভাগ ভোট গণনা শেষ হয়েছে। এই রাজ্য তিনটিতে পরিষ্কার ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

অ্যারিজোনা এবং উইসকনসিনেও এগিয়ে রিপাবলিকান প্রার্থী। তবে রাজ্য দুটিতে কমলা হ্যারিসের সঙ্গে তার ভোট ব্যবধান খুবই কম।

বিপরীতে, মিশিগান রাজ্যে এগিয়ে রয়েছেন কমলা। তবে সেখানে এ পর্যন্ত মাত্র ৩২ শতাংশ ভোট গণনা হয়েছে। সুতরাং আরও ভোট গণনা হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টেও যেতে পারে।

এছাড়া ভার্জিনিয়াতেও এগিয়ে আছেন কমলা। হ্যারিস সেখানে জয়ী হলে তৃতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প এই রাজ্যে হেরে যাচ্ছেন। ২০০৮ সাল থেকে প্রতিটি নির্বাচনেই ভার্জিনিয়া ডেমোক্র্যাট প্রার্থীই জয় ছিনিয়ে এনেছেন।