ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক

 

ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন ৫ জন। শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার কোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী (৬০), সিদ্দিক হোসেন (৪০), জলিল রানা (৪৫), সাজ্জাদুর রহমান (৩৫) ও নজরুল ইসলাম (৫০)। এরমধ্যে গুরুত্বর আহত সিদ্দিক হোসেনকে যশোরে রেফার্ড করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সংঘর্ষের সাথে জড়িত দুটি পক্ষই বিএনপির রাজনীতির সাথে জড়িত। বৃহস্পতিবার গ্রামের একটি কমিটি গঠন নিয়ে বিএনপি নেতা শুকুর আলী ও যুবদলের সদস্য লিটনের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তারই জের ধরে শুক্রবার রাত ৮ টার দিকে কোলা বাজারে শুকুর আলীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এ সময় দুটি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও দুটি দোকান ও একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। সংঘর্ষে অন্তত ৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে আহতদের হাসপাতালে দেখতে যান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠুসহ অন্যান্যরা।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, খবর পেয়ে তিনি নিজেই কোলা বাজারে গিয়েছেন। আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

About Author Information
আপডেট সময় : ১০:০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
৭৯ Time View

কালীগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

আপডেট সময় : ১০:০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

 

ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন ৫ জন। শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার কোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী (৬০), সিদ্দিক হোসেন (৪০), জলিল রানা (৪৫), সাজ্জাদুর রহমান (৩৫) ও নজরুল ইসলাম (৫০)। এরমধ্যে গুরুত্বর আহত সিদ্দিক হোসেনকে যশোরে রেফার্ড করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সংঘর্ষের সাথে জড়িত দুটি পক্ষই বিএনপির রাজনীতির সাথে জড়িত। বৃহস্পতিবার গ্রামের একটি কমিটি গঠন নিয়ে বিএনপি নেতা শুকুর আলী ও যুবদলের সদস্য লিটনের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তারই জের ধরে শুক্রবার রাত ৮ টার দিকে কোলা বাজারে শুকুর আলীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এ সময় দুটি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও দুটি দোকান ও একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। সংঘর্ষে অন্তত ৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে আহতদের হাসপাতালে দেখতে যান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠুসহ অন্যান্যরা।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, খবর পেয়ে তিনি নিজেই কোলা বাজারে গিয়েছেন। আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।