দুই ভাই হত্যা মামলা, জেল হাজতে ২৯ আসামি
নড়াইলের লোহাগড়া উপজেলার পার-মল্লিকপুর গ্রামের চাঞ্চল্যকর দুই ভাই হত্যা মামলায় ২৯ আসামিকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে নড়াইলের লোহাগড়া আমলী আদালতে হাজিরা দিলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হেলাল উদ্দিন জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিন বিকালে তাদেরকে আদালত হতে জেল হাজতে পাঠানো হয়।
এজাহারসূত্রে জানাগেছে, পারমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ-সংঘাত চলে আসছিলো। দুটি গ্রুপের একপক্ষে নেতৃত্ব দিতেন এস এম ফেরদৌস রহমান এবং অন্য পক্ষের নেতৃত্ব দেন মাহমুদ খান।
চলতি বছরের ১৪ সেপ্টেম্বর মাহামুদ খানের সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে কুপিয়ে ও পিটিয়ে ফেরদৌস রহমানের পক্ষের সমর্থক দুইভাই মিরান শেখ (৪০) ও জিয়ারুল শেখকে (৩৮) ঘটনাস্থলেই হত্যা করে। এসময় নিহতদের আরেক ভাই ইরান শেখ (৩৬) গুরুতর জখম হন তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা সেবা দেয়া হয়। এ ঘটনায় নিহতের আরেক ভাই মুরাদ শেখ বাদী হয়ে ৩৫ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।
আসামি পক্ষের আইনজীবী নেওয়াজ মাহমুদ তুহিন জানান, দুই সহোদর হত্যা মামলায় ২৯জন আসামিকে আইনের প্রতি সম্মান জানিয়ে আদালতে আত্মসমর্পন করেন। বিজ্ঞ বিচারক আসামিদের জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সবুজদেশ/এসইউ