ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৭:৪৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে।

ছবি সংগৃহীত-

 

 ১ হাজার ৩৫০টি নেশার জাতীয় মাদক টাপেন্টাডল ট্যাবলেটসহ সজনী খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ও সেনাবাহিনীর একটি দল। এ ঘটনায় ওই নারীর স্বামীকে পলাতক আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদরের বোয়ালমারী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সজনী ওই গ্রামের তারেক আজিজের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে চুয়াডাঙ্গার বোয়ালমারী গ্রামে যৌথ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা। এ অভিযানে এলাকার চিহ্নিত মাদকবিক্রেতা তারেকে আজিজের স্ত্রী সজনীকে আটক করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে ১ হাজার ৩৫০টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে পালিয়ে যান তার স্বামী তারেক।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, আটক নারীসহ তার স্বামীকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আমিনুল ইসলামের নেতৃত্বে ১৬ জন সদস্য অংশ নেন।

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

চুয়াডাঙ্গায় টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

Update Time : ০৭:৪৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

 

 ১ হাজার ৩৫০টি নেশার জাতীয় মাদক টাপেন্টাডল ট্যাবলেটসহ সজনী খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ও সেনাবাহিনীর একটি দল। এ ঘটনায় ওই নারীর স্বামীকে পলাতক আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদরের বোয়ালমারী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সজনী ওই গ্রামের তারেক আজিজের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে চুয়াডাঙ্গার বোয়ালমারী গ্রামে যৌথ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা। এ অভিযানে এলাকার চিহ্নিত মাদকবিক্রেতা তারেকে আজিজের স্ত্রী সজনীকে আটক করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে ১ হাজার ৩৫০টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে পালিয়ে যান তার স্বামী তারেক।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, আটক নারীসহ তার স্বামীকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আমিনুল ইসলামের নেতৃত্বে ১৬ জন সদস্য অংশ নেন।

সবুজদেশ/এসইউ