ডিইউজের সভায় জামায়াত সেক্রেটাারি
অন্তর্বর্তী সরকারের অনেক সিদ্ধান্ত গণআকাঙ্ক্ষার সঙ্গে মিলছে না
সার্চ কমিটি গঠনের সমালোচনা করে জামায়াতের সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আমরা মনে করি এই অন্তর্বর্তী সরকারের সব সিদ্ধান্ত, সব নীতি, সব ভূমিকার মধ্যে জনআকাঙক্ষার প্রতিফলন থাকা উচিত কিন্তু তিন মাস অতিবাহিত হচ্ছে। আমরা লক্ষ্য করছি-দূর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তী সরকার কোনো কোনো নীতি, কোনো কোনো সিদ্ধান্ত গণআকাঙ্ক্ষার সঙ্গে মিলছে না। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে গোলাম পরওয়ার বলেন, ‘আপনারা সংস্কারে অনেকগুলো কমিটি গঠন করেছেন, অনেক পদক্ষেপ নিয়েছেন। সেগুলো ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেবে। আপনারা তখন সংস্কার বাস্তবায়ন করবেন। কিন্তু হঠাৎ করে সার্চ কমিটি গঠন করা হলো। সেখানে কি জনআকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে? নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট আসার আগেই একটি সার্চ কমিটি গঠন করলেন। আমরা সেটাকেও ইতিবাচক ভাবে দেখছি। কিন্তু আপনারা তো আওয়ামী লীগের রেখে যাওয়া পদ্ধতি দিয়ে সার্চ কমিটি গঠন করলেন।
সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমরা যেনো আর ভুল না করি। ১৫ থেকে ১৭ বছর আমরা বার বার ভুল করেছি। অনেক সময় রাজনৈতিক নেতৃত্বের ভুল হয়েছে, পলিসি ম্যাকিংয়ে ভুল হয়েছে। আজকের রক্ত দানের পর জনআকাঙ্খার ফলে আপনারা দায়িত্ব নিয়েছেন। আপনাদের কাছে এমন কোনো ভুল আমরা আর দেখতে চাই না।
জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারী জেনারেল বলেন, ‘রক্তের দায় শোধের জন্য আমাদের একটা জাতীয় ঐক্য দরকার, যার ভিত্তি হবে ৫ আগস্টের বিপ্লবের চেতনা। সব দলের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, ৫ আগস্টের ব্যাপারে তো মত পার্থক্য ছিল না। আমাদের সোনার ছেলেরা রক্ত দিয়েছে। জাতীয় নির্বাচন সামনে আসছে, এখানেও সবার মধ্যে চিন্তার এমন ঐক্য থাকতে হবে যেনো সেই ঐক্যের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে নিঃশেষ করে দিতে পারি।
সবুজদেশ/এসইউ