ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের নেতৃত্বকে ঐকমত্যের আহ্বান মাহাথিরের

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ১০:২২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ৪৯ বার পড়া হয়েছে।

ছবি সংগৃহীত-

 

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্তি এড়িয়ে ঐকমত্যের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) কুয়ালালামপুরে রয়াল লেক ক্লাবে মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী তানশ্রী সৈয়দ হামিদ আলবারের আত্মজীবনীমূলক গ্রন্থের প্রকাশনা উৎসবে এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে এক প্রেস ব্রিফিংয়ে মাহাথির বলেন, বাংলাদেশের জনগণ সাহসিকতার সঙ্গে একজন অজনপ্রিয় শাসককে ক্ষমতাচ্যুত করেছে। এখন তাদের সামনে একটি বিরল সুযোগ এসেছে, বাংলাদেশের পুনর্গঠন করার। তিনি বলেন, বিভক্তি এড়িয়ে, ব্যক্তি নয়, দেশকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

তানশ্রী সৈয়দ হামিদ আলবার বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ এবং এর জনগণের পরিশ্রমের ফলে দেশটি সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক গণঅভ্যুত্থান বাংলাদেশের সামনে পুনর্গঠনের বিরল সুযোগ এনে দিয়েছে। তিনি টেকসই গণতন্ত্রের জন্য আয় ও সম্পদের বৈষম্য কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।

এছাড়া, বাংলাদেশের আন্তর্জাতিক ইমেজ পরিবর্তনের জন্য কঠোর পরিশ্রম করার আহ্বান জানিয়ে, দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের যোগদানের বিষয়েও পূর্ণ সমর্থন ব্যক্ত করেন তানশ্রী হামিদ আলবার।

সবুজদেশ/এসইউ

Tag :

বাংলাদেশের নেতৃত্বকে ঐকমত্যের আহ্বান মাহাথিরের

Update Time : ১০:২২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

 

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্তি এড়িয়ে ঐকমত্যের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) কুয়ালালামপুরে রয়াল লেক ক্লাবে মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী তানশ্রী সৈয়দ হামিদ আলবারের আত্মজীবনীমূলক গ্রন্থের প্রকাশনা উৎসবে এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে এক প্রেস ব্রিফিংয়ে মাহাথির বলেন, বাংলাদেশের জনগণ সাহসিকতার সঙ্গে একজন অজনপ্রিয় শাসককে ক্ষমতাচ্যুত করেছে। এখন তাদের সামনে একটি বিরল সুযোগ এসেছে, বাংলাদেশের পুনর্গঠন করার। তিনি বলেন, বিভক্তি এড়িয়ে, ব্যক্তি নয়, দেশকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

তানশ্রী সৈয়দ হামিদ আলবার বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ এবং এর জনগণের পরিশ্রমের ফলে দেশটি সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক গণঅভ্যুত্থান বাংলাদেশের সামনে পুনর্গঠনের বিরল সুযোগ এনে দিয়েছে। তিনি টেকসই গণতন্ত্রের জন্য আয় ও সম্পদের বৈষম্য কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।

এছাড়া, বাংলাদেশের আন্তর্জাতিক ইমেজ পরিবর্তনের জন্য কঠোর পরিশ্রম করার আহ্বান জানিয়ে, দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের যোগদানের বিষয়েও পূর্ণ সমর্থন ব্যক্ত করেন তানশ্রী হামিদ আলবার।

সবুজদেশ/এসইউ