ইসকন নিষিদ্ধের দাবীতে ঝিনাইদহ কৃষি ইনিষ্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ
ইসকন নিষিদ্ধের দাবীতে ঝিনাইদহ কৃষি ইনিষ্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ করেছে । আজ দুপুর ১২টায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে অবস্থিত নিজস্ব ক্যাম্পাসে তারা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ।
এ সময় তারা ইসকন বিরোধী স্লোগান দিতে থাকে । সেই সাথে আইনজীবী আলিফ হত্যার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে তাদের ফাসির দাবি করা হয় ।
ঝিনাইদহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক কাজী ইমদাদুল হকের নেতৃত্বে মিছিলটি মহাসড়কসহ ক্যাম্পাস প্রদক্ষিণ করে । এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, ত্বাঈন, তৌফিক ওমর, শামীম, শাকিল, মুজাহিদ, নাঈমসহ অন্যান্যরা ।
বক্তারা দাবী করেন, ইসকন কোন ধর্ম নয় । ইসকন হচ্ছে জঙ্গী সংগঠন । এর যে নেতা গ্রেফতার হয়েছে তিনি একজন বিতর্কিত ব্যক্তি । তারা বাংলাদেশখে অশান্ত করতে চায় । তাদের কোন ছাড় দেওয়া যাবে না ।
সবুজদেশ/এসইউ