ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
মাগুরায় ছেলের ছুরিকাঘাতে বাবা সুরমান শেখ নিহত হয়েছেন। রোববার (১ ডিসেম্বর) সদরের আঠারখাদা ইউনিয়নের মৌলবীবাজার করস্থান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে ।
পারিবারিক সূত্র জানা যায়, দীর্ঘদিন ধরে মোফিজুর শেখ মাদকে আসক্ত। মাদক কেনার টাকা জন্য বিভিন্ন সময় বাবা সুরমান শেখের সঙ্গে ঝামেলা লেগে আসছে। সম্প্রতি টাকার জন্য তিনি বাবাকে জমি বিক্রি করতে চাপ দিয়ে আসছিল। যা নিয়ে রোববার সকালে পিতা-পুত্রের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে বাবা সুরমান শেখকে ছুরিকাঘাতে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায় মুস্তাফিজুর শেখ।
মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, ছেলে মোফিজুর শেখ মাদকাসক্ত ছিলেন। মাদক কেনার টাকা না পেয়ে ঘরের বারান্দায় বসে থাকা বাবাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে এলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সবুজদেশ/এসইউ