ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে বন্যাকে বয়কটের ডাক

সবুজদেশ ডেস্ক:

ছবি সংগৃহীত-

 

রোগী ও পর্যটকদের পর বাংলাদেশের রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের হুমকি দিয়েছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী একটি সংস্থা। পশ্চিমবঙ্গের কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া মধ্যমগ্রাম পৌরসভার ১৯ তম পরিবেশ মেলা অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি ২০২৫ পর্যন্ত। সেই মেলার উদ্বোধনের দিন সন্ধ্যায় সাংস্কৃতি মঞ্চে সঙ্গীত পরিবেশন করার কথা বন্যার।

২০২৪ সালে আন্তর্জাতিক শিল্পী হিসেবে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক শিল্পী সম্মান, পদ্মশ্রী পুরস্কার পান রেজওয়ানা চৌধুরী বন্যা। রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসেবে পশ্চিমবঙ্গ তথা ভারতের সমস্ত অনুরাগীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। তাই মধ্যমগ্রাম পৌরসভা বন্যাকে আমন্ত্রণ জানায় পৌরসভার ১৯তম পরিবেশ মেলাতে। তবে হিন্দুত্ববাদীদের এই হুমকিকে প্রশ্রয় দিচ্ছে না বলেই দাবি পশ্চিমবঙ্গ প্রশাসনের।

মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রশাসক অরবিন্দ মিত্রের দাবি, শিল্পীর কোনো দেশ জাতি ধর্ম হয় না। যেকোনো হুমকি প্রতিরোধে তারা প্রস্তুত। তিনি বলেন, পশ্চিমবঙ্গ প্রশাসন রেজওয়ানা চৌধুরী বন্যাকে সমস্ত নিরাপত্তা দেবে, অনুষ্ঠান সম্পন্ন করতে। পাশাপাশি হিন্দুত্ববাদীদের তীব্র নিন্দা করে জানান, এরা সংস্কৃতি জগতের এবং বাঙালি সমাজের কলঙ্ক।

অপরদিকে, পৌরসভার পৌর প্রধান নিমাই ঘোষ জানান, এই ধরনের বয়কটের ডাক প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে বলা হয়েছে।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ০৮:৪৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
২৫ Time View

ভারতে বন্যাকে বয়কটের ডাক

আপডেট সময় : ০৮:৪৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

 

রোগী ও পর্যটকদের পর বাংলাদেশের রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের হুমকি দিয়েছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী একটি সংস্থা। পশ্চিমবঙ্গের কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া মধ্যমগ্রাম পৌরসভার ১৯ তম পরিবেশ মেলা অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি ২০২৫ পর্যন্ত। সেই মেলার উদ্বোধনের দিন সন্ধ্যায় সাংস্কৃতি মঞ্চে সঙ্গীত পরিবেশন করার কথা বন্যার।

২০২৪ সালে আন্তর্জাতিক শিল্পী হিসেবে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক শিল্পী সম্মান, পদ্মশ্রী পুরস্কার পান রেজওয়ানা চৌধুরী বন্যা। রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসেবে পশ্চিমবঙ্গ তথা ভারতের সমস্ত অনুরাগীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। তাই মধ্যমগ্রাম পৌরসভা বন্যাকে আমন্ত্রণ জানায় পৌরসভার ১৯তম পরিবেশ মেলাতে। তবে হিন্দুত্ববাদীদের এই হুমকিকে প্রশ্রয় দিচ্ছে না বলেই দাবি পশ্চিমবঙ্গ প্রশাসনের।

মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রশাসক অরবিন্দ মিত্রের দাবি, শিল্পীর কোনো দেশ জাতি ধর্ম হয় না। যেকোনো হুমকি প্রতিরোধে তারা প্রস্তুত। তিনি বলেন, পশ্চিমবঙ্গ প্রশাসন রেজওয়ানা চৌধুরী বন্যাকে সমস্ত নিরাপত্তা দেবে, অনুষ্ঠান সম্পন্ন করতে। পাশাপাশি হিন্দুত্ববাদীদের তীব্র নিন্দা করে জানান, এরা সংস্কৃতি জগতের এবং বাঙালি সমাজের কলঙ্ক।

অপরদিকে, পৌরসভার পৌর প্রধান নিমাই ঘোষ জানান, এই ধরনের বয়কটের ডাক প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে বলা হয়েছে।

সবুজদেশ/এসইউ