ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

১৮ হাজার ভারতীয়কে তাড়িয়ে দেবেন ট্রাম্প

সবুজদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও ভারতের পতাকা। ছবি: সংগৃহীত-

 

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। আর দায়িত্ব নেওয়ার পরেই নানা চমক দেখাবেন দ্বিতীয় দফার প্রেসিডেন্ট হিসেবে। প্রতিশ্রুতি মোতাবেক প্রথমদিকেই হাত দেবেন অভিবাসন নীতিতে।

আর সবার আগে তালিকায় থাকা ১৫ লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাবেন। যে তালিকায় রয়েছেন প্রায় ১৮ হাজার ভারতীয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) অবৈধ ১৫ লাখ অভিবাসীর তালিকা তৈরি করেছে। গত নভেম্বর মাসে প্রকাশ করা তালিকায় ভারতীয় অবৈধ অভিবাসী রয়েছে ১৭ হাজার ৯৪০ জন।

তবে ইন্ডিয়া টুডে বলছে, পিউ রিসার্চ সেন্টার সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ বসবাসকারীদের তালিকা প্রকাশ করেছে। সেখানে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী থাকা দেশগুলোর মধ্যে প্রথম অবস্থানে মেক্সিকো আর দ্বিতীয় অবস্থানে রয়েছে এল সালভাদর। এরপরই অবস্থান ভারতের।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অবৈধ ভারতীয় রয়েছে প্রায় ৭ লাখ ২৫ হাজার জন। তবে তালিকা প্রকাশের আগেই গেল অক্টোবরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ ভারতীয় নাগরিকদের চার্টার্ড বিমান ভাড়া করে দেশে ফেরত পাঠিয়েছে ওয়াশিংটন।

আইসিইর তথ্যমতে, গেল তিন বছরে মার্কিন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় প্রায় ৯০ হাজার ভারতীয়কে আটক করা হয়েছে। সমস্যা নিয়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে চালেও মোদি সরকার সায় দিচ্ছে না। যে কারণে আইসিই থেকে ভারতকে ‘অসহযোগী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অসহযোগী দেশ হিসেবে তালিকায় আরও রয়েছে পাকিস্তান, চীন, রাশিয়া, ইরান, মিয়ানমার, ভুটান, কিউবা, কঙ্গো, ইরিত্রিয়া, হংকং, লাওস, সোমালিয়া ও ভেনেজুয়েলা।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ০৯:৩০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
২৬ Time View

১৮ হাজার ভারতীয়কে তাড়িয়ে দেবেন ট্রাম্প

আপডেট সময় : ০৯:৩০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

 

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। আর দায়িত্ব নেওয়ার পরেই নানা চমক দেখাবেন দ্বিতীয় দফার প্রেসিডেন্ট হিসেবে। প্রতিশ্রুতি মোতাবেক প্রথমদিকেই হাত দেবেন অভিবাসন নীতিতে।

আর সবার আগে তালিকায় থাকা ১৫ লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাবেন। যে তালিকায় রয়েছেন প্রায় ১৮ হাজার ভারতীয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) অবৈধ ১৫ লাখ অভিবাসীর তালিকা তৈরি করেছে। গত নভেম্বর মাসে প্রকাশ করা তালিকায় ভারতীয় অবৈধ অভিবাসী রয়েছে ১৭ হাজার ৯৪০ জন।

তবে ইন্ডিয়া টুডে বলছে, পিউ রিসার্চ সেন্টার সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ বসবাসকারীদের তালিকা প্রকাশ করেছে। সেখানে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী থাকা দেশগুলোর মধ্যে প্রথম অবস্থানে মেক্সিকো আর দ্বিতীয় অবস্থানে রয়েছে এল সালভাদর। এরপরই অবস্থান ভারতের।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অবৈধ ভারতীয় রয়েছে প্রায় ৭ লাখ ২৫ হাজার জন। তবে তালিকা প্রকাশের আগেই গেল অক্টোবরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ ভারতীয় নাগরিকদের চার্টার্ড বিমান ভাড়া করে দেশে ফেরত পাঠিয়েছে ওয়াশিংটন।

আইসিইর তথ্যমতে, গেল তিন বছরে মার্কিন সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় প্রায় ৯০ হাজার ভারতীয়কে আটক করা হয়েছে। সমস্যা নিয়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে চালেও মোদি সরকার সায় দিচ্ছে না। যে কারণে আইসিই থেকে ভারতকে ‘অসহযোগী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অসহযোগী দেশ হিসেবে তালিকায় আরও রয়েছে পাকিস্তান, চীন, রাশিয়া, ইরান, মিয়ানমার, ভুটান, কিউবা, কঙ্গো, ইরিত্রিয়া, হংকং, লাওস, সোমালিয়া ও ভেনেজুয়েলা।

সবুজদেশ/এসইউ