তাহেরির বিরুদ্ধে মামলা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ওয়াজ মাহফিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় গিয়াস উদ্দিন আত-তাহেরিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়। এদিকে পুলিশ প্রায় ৩০ ঘণ্টার বেশি সময় চিরুনি অভিযান চালিয়ে ওয়াজ মাহফিলের আয়োজক মো. হানিফসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। অন্য দুই আসামি হলেন, গোলাম সামদানি ও রবিন মিয়া। গ্রেপ্তারদের গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার মোগড়া ইউনিয়নের নিলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল। এতে ওয়াজ করছিলেন গিয়াস উদ্দিন আত-তাহেরি। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে আখাউড়া থানার এসআই বাবুলসহ পুলিশ সদস্যরা চলে আসেন। এর মধ্যেই তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় এসআই বাবুলের মাথা ফেটে যায়। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এসআই বাবুল জানান, মাহফিল থেকে তাহেরি পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার পর পরই তাদের ওপর হামলা করা হয়।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ মো. ছমি উদ্দিন বলেন, ‘অভিযান চালিয়ে ওয়াজ মাহফিলের আয়োজকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
গিয়াস উদ্দিন আত-তাহেরি আলোচিত ও সমালোচিত একজন ইসলামি বক্তা । তিনি ধর্মীয় মাহফিলে বক্তব্যের জন্য সর্বাধিক পরিচিত। তিনি দাওয়াতে ঈমামী বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
সবুজদেশ/এসইউ