ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

সবুজদেশ ডেস্ক:

ছবি সংগৃহীত-

 

অগ্রহায়ণের শেষে তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। এ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ টানা তিন দিন ধরে অব্যাহত রয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল নয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

সকাল থেকে বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল বাতাস ঠান্ডার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। ফলে কনকনে শীত অনুভূত হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীত ও ঠান্ডা বাতাস মিলিয়ে ব্যাহত হচ্ছে মানুষের জীবনযাত্রা। বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় খড়কুটো জ্বালিয়েছে কেউ কেউ।

তীব্র শীতে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। রাস্তাঘাটে মানুষের চলাচল অনেকটা সীমিত।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। রোববার সকাল নয়টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ।

এর আগে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ১১:৪০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
১৯ Time View

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

আপডেট সময় : ১১:৪০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

 

অগ্রহায়ণের শেষে তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। এ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ টানা তিন দিন ধরে অব্যাহত রয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল নয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

সকাল থেকে বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল বাতাস ঠান্ডার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। ফলে কনকনে শীত অনুভূত হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীত ও ঠান্ডা বাতাস মিলিয়ে ব্যাহত হচ্ছে মানুষের জীবনযাত্রা। বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় খড়কুটো জ্বালিয়েছে কেউ কেউ।

তীব্র শীতে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। রাস্তাঘাটে মানুষের চলাচল অনেকটা সীমিত।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। রোববার সকাল নয়টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ।

এর আগে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

সবুজদেশ/এসইউ