ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মণিরামপুরে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৮:৩৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে।

 

যশোরের মণিরামপুরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৫৩) হাসপাতালে মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার রাত ১১টার দিকে মণিরামপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল যশোর-চুকনগর সড়কের উপজেলার লাউড়ি এলাকা থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী শেখ আকাশ বলেন, গত সোমবার রাতে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ওই ব্যক্তি লাউড়ি এলাকায় রাস্তার পাশে পড়ে ছিলেন। এমন খবর স্থানীয়রা আমাদের ফোনে জানান। তখন আমরা গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। উদ্ধার করা ব্যক্তি দুর্ঘটনার কবলে পড়েননি। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ডাক্তাররা জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে এনেছেন। আমরা তাকে চিকিৎসা দেওয়ার পরও তার জ্ঞান ফেরেনি। সেই অবস্থায় রাতে তিনি মারা গেছেন। বিষয়টি আমরা থানা-পুলিশকে জানিয়েছি। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, এখনো মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

সবুজদেশ/এসইউ

Tag :

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

মণিরামপুরে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Update Time : ০৮:৩৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

 

যশোরের মণিরামপুরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৫৩) হাসপাতালে মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার রাত ১১টার দিকে মণিরামপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল যশোর-চুকনগর সড়কের উপজেলার লাউড়ি এলাকা থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী শেখ আকাশ বলেন, গত সোমবার রাতে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে ওই ব্যক্তি লাউড়ি এলাকায় রাস্তার পাশে পড়ে ছিলেন। এমন খবর স্থানীয়রা আমাদের ফোনে জানান। তখন আমরা গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। উদ্ধার করা ব্যক্তি দুর্ঘটনার কবলে পড়েননি। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ডাক্তাররা জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে এনেছেন। আমরা তাকে চিকিৎসা দেওয়ার পরও তার জ্ঞান ফেরেনি। সেই অবস্থায় রাতে তিনি মারা গেছেন। বিষয়টি আমরা থানা-পুলিশকে জানিয়েছি। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, এখনো মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

সবুজদেশ/এসইউ