ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় চোরাকারকারি লক্ষ্য করে বিজিবির গুলি, ফেনসিডিল জব্দ

নিজস্ব প্রতিবেদক

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় চোরাকারবারীর অনুপ্রবেশ ঠেকাতে ৫৮ বিজিবির গুলি করার ঘটনা ঘটেছে। সে সময় ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল জব্দ করে তারা। সোমবার ভোর ৫টার দিকে উপজেলার কানাইডাংগা সীমান্তে এ ঘটনা ঘটে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় ৫৮ বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবির অধীনস্থ যাদবপুর বিওপির সদস্যরা ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে তারা জনাতে পারে কিছু ভারতীয় মাদক কারবারি মাদকসহ বাংলাদেশে অনুপ্রবেশ করবে। এ সময় তারা গোপনে অবস্থান নেন। এরপর তারা দেখতে পায় ভারত থেকে ২০/২২ জন চোরাকারবারী কানাইডাঙ্গার একটি বিল এলাকা দিয়ে ফেনসিডিল নিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হতে থাকে। এরপর বিজিবির নায়েব সুবেদার মোঃ আলমগীর হোসেন উপস্থিত হয়ে দেশী অস্ত্রধারী চোরাকারবারীদের চ্যালেঞ্জ করে। এ সময় ভারতীয় চোরাকারবারীদের ধরতে বিজিবি তিন রাউন্ড গুলি বর্ষন করে।

চোরাকারবারীরা বিজিবি টহল দলের দিকে দেশী অস্ত্র ছুড়ে মারলে বিজিবি আরো দুই রাউন্ড গুলি বর্ষণ করে। গুলির শব্দ শুনে চোরাকারবারীদের কয়েকজন সঙ্গে থাকা ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। গুলিবর্ষনের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজিবি জানায়, বস্তা খুলে দেখা যায় ৩৯৭ বোতল ফেনসিডিল রয়েছে। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। সে সময় দেশীয় অস্ত্র একটি হাসুয়া ও ৩টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

সবুজদেশ/এসএএস

About Author Information
আপডেট সময় : ০৫:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
১৬ Time View

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় চোরাকারকারি লক্ষ্য করে বিজিবির গুলি, ফেনসিডিল জব্দ

আপডেট সময় : ০৫:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় চোরাকারবারীর অনুপ্রবেশ ঠেকাতে ৫৮ বিজিবির গুলি করার ঘটনা ঘটেছে। সে সময় ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল জব্দ করে তারা। সোমবার ভোর ৫টার দিকে উপজেলার কানাইডাংগা সীমান্তে এ ঘটনা ঘটে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় ৫৮ বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবির অধীনস্থ যাদবপুর বিওপির সদস্যরা ১৬ বস্তা ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে তারা জনাতে পারে কিছু ভারতীয় মাদক কারবারি মাদকসহ বাংলাদেশে অনুপ্রবেশ করবে। এ সময় তারা গোপনে অবস্থান নেন। এরপর তারা দেখতে পায় ভারত থেকে ২০/২২ জন চোরাকারবারী কানাইডাঙ্গার একটি বিল এলাকা দিয়ে ফেনসিডিল নিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হতে থাকে। এরপর বিজিবির নায়েব সুবেদার মোঃ আলমগীর হোসেন উপস্থিত হয়ে দেশী অস্ত্রধারী চোরাকারবারীদের চ্যালেঞ্জ করে। এ সময় ভারতীয় চোরাকারবারীদের ধরতে বিজিবি তিন রাউন্ড গুলি বর্ষন করে।

চোরাকারবারীরা বিজিবি টহল দলের দিকে দেশী অস্ত্র ছুড়ে মারলে বিজিবি আরো দুই রাউন্ড গুলি বর্ষণ করে। গুলির শব্দ শুনে চোরাকারবারীদের কয়েকজন সঙ্গে থাকা ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। গুলিবর্ষনের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজিবি জানায়, বস্তা খুলে দেখা যায় ৩৯৭ বোতল ফেনসিডিল রয়েছে। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। সে সময় দেশীয় অস্ত্র একটি হাসুয়া ও ৩টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

সবুজদেশ/এসএএস