ঝিনাইদহ সীমান্তে ভারতীয় নাগরিক আটক
ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুর দিয়ে ভারতে ঢোকার চেষ্টার অপরাধে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি । আজ মঙ্গলবার ভোর ৫ টার দিকে উপজেলার পিপুলবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ভবেন মন্ডল (৪০) ভারতের উত্তর-২৪ পরগনা জেলার নেতাজি নগরের পরেশ মন্ডলের ছেলে ।
৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে কিছু ভারতীয় নাগরিক বিনা পাসপোর্টে বাংলাদেশে ঢুকে আবার ভারতে প্রবেশ করতে যাচ্ছে। সে সময় আমরা সীমান্ত এলাকা পিপুলবাড়ীয়ায় গ্রামে অবস্থান করি। এ সময় ভবেন মন্ডল সীমান্তের একটি মেহগনী বাগান দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।
সবুজদেশ/এসইউ