গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
চুয়াডাঙ্গার দর্শনায় মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ মোজাম্মেল সরদার (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে দর্শনা আকন্দবাড়িয়া মাঝের পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার মোজাম্মেল সরদার রাজবাড়ী জেলার সদর উপজেলার পারসাদিপুর গ্রামের আরসাদ আলী সরদারের ছেলে।
পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা জানান, মঙ্গলবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে দর্শনা আকন্দবাড়িয়া গ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এসময় এ এলাকার মাঝের পাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে ১ কেজি গাঁজাসহ মোজাম্মেল সরদার গ্রেফতার করা হয়।
তিনি জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
সবুজদেশ/এসইউ