ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করলেন বিএনপি নেতা

সবুজদেশ ডেস্ক:

ছবি সংগৃহীত-

 

ঝিনাইদহ সদরে জমি নিয়ে বিরোধের জেরে ওবায়দুর রহমান (৪০) নামের এক যুবককে কুপিয়ে দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার দেওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওবায়দুর রহমান পার্শ্ববর্তী বাড়ি বাথান গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

আহত ওবায়দুরের ছেলে সুরুজ আলী জানান, সন্ধ্যার দিকে আমার বাবা শহরের নতুন হাটখোলা বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দেওয়ান বাজার এলাকায় পৌঁছালে পাগলাকানাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জিনারুল মণ্ডলের নেতৃত্ব সংঘবদ্ধ একটা দল দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় তাকে। পরে আমার বাবার আত্মচিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

অভিযোগের বিষয়ে জানতে পাগলাকানাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জিনারুল মণ্ডলের ব্যবহৃত মোবাইলে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিহা তাহসিন বলেন, ওই যুবকের দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন ছিল। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ০৯:৪৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
১০০ Time View

ঝিনাইদহে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করলেন বিএনপি নেতা

আপডেট সময় : ০৯:৪৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

 

ঝিনাইদহ সদরে জমি নিয়ে বিরোধের জেরে ওবায়দুর রহমান (৪০) নামের এক যুবককে কুপিয়ে দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষরা। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার দেওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওবায়দুর রহমান পার্শ্ববর্তী বাড়ি বাথান গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

আহত ওবায়দুরের ছেলে সুরুজ আলী জানান, সন্ধ্যার দিকে আমার বাবা শহরের নতুন হাটখোলা বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দেওয়ান বাজার এলাকায় পৌঁছালে পাগলাকানাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জিনারুল মণ্ডলের নেতৃত্ব সংঘবদ্ধ একটা দল দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় তাকে। পরে আমার বাবার আত্মচিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

অভিযোগের বিষয়ে জানতে পাগলাকানাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জিনারুল মণ্ডলের ব্যবহৃত মোবাইলে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিহা তাহসিন বলেন, ওই যুবকের দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন ছিল। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সবুজদেশ/এসইউ