ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে পুলিশ পাহারায় প্রধান শিক্ষক!

নিজস্ব প্রতিবেদক

oppo_2

 

ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটিকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক মহল দ্বারা হুমকি ধামকির শিকার হয়ে পুলিশ পাহারায় শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে প্রধান শিক্ষক স্বপন বিশ্বাসকে। রবিবার সকালে এ দৃশ্য চোখে পড়ে।

জানা গেছে, ইতিমধ্যে রাজনৈতিক নেতা-কর্মীরা শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসায় গিয়ে বলপ্রয়োগ অব্যাহত রেখেছে। যে কারনে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। গত ১৫ ডিসেম্বর প্রধান শিক্ষক ৩ সদস্য বিশিষ্ট কমিটি জমা দেওয়া পর থেকে এই উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি অত্যন্ত গোপনীয় থাকলেও উপজেলা শিক্ষা অফিস থেকে তথ্য পাচার হওয়ার কারনে এই বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রতিষ্ঠান প্রধান স্বপন বিশ্বাস গত ২৮ ডিসেম্বর শনিবার আবেদনকৃত ৯ সদস্যসহ অভিভাবকদের প্রতিষ্ঠানে আহ্বান জানান। ৬ সদস্যের সর্বসম্মতিক্রমে প্রেরিত ৩ সদস্যের এ্যাডহক কমিটি জনসম্মুখে বহাল রাখার সিদ্ধান্ত গৃহিত হলেও প্রভাবশালী নেতারা তা মানতে নারাজ।

স্থানীয় অভিভাবকরা মনে করেন, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে পরিচালিত হয় সে কারনে স্থানীয় জনমতের ভিত্তিতে বিষয়টি মিমাংসা হলে অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করতে পারবে।

নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন বিশ্বাস বলেন,আমাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। রাজনৈতিক নেতারা ফোন করে আবার নাম দিতে বাধ্য করছে। আমি স্থানীয় জনমতের ভিত্তিতে ৩ সদস্যের এ্যাডহক কমিটি শিক্ষা অফিস বরাবর প্রেরন করলেও নতুন করে তালিকা প্রেরনের জন্য বলপ্রয়োগ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার বিষয়টি অবগত করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্যারেরা বিষয়টি জানেন।

সবুজদেশ/এসএএস

About Author Information
আপডেট সময় : ০৭:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
১১৮ Time View

ঝিনাইদহে পুলিশ পাহারায় প্রধান শিক্ষক!

আপডেট সময় : ০৭:২৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

 

ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটিকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক মহল দ্বারা হুমকি ধামকির শিকার হয়ে পুলিশ পাহারায় শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে প্রধান শিক্ষক স্বপন বিশ্বাসকে। রবিবার সকালে এ দৃশ্য চোখে পড়ে।

জানা গেছে, ইতিমধ্যে রাজনৈতিক নেতা-কর্মীরা শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসায় গিয়ে বলপ্রয়োগ অব্যাহত রেখেছে। যে কারনে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। গত ১৫ ডিসেম্বর প্রধান শিক্ষক ৩ সদস্য বিশিষ্ট কমিটি জমা দেওয়া পর থেকে এই উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি অত্যন্ত গোপনীয় থাকলেও উপজেলা শিক্ষা অফিস থেকে তথ্য পাচার হওয়ার কারনে এই বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রতিষ্ঠান প্রধান স্বপন বিশ্বাস গত ২৮ ডিসেম্বর শনিবার আবেদনকৃত ৯ সদস্যসহ অভিভাবকদের প্রতিষ্ঠানে আহ্বান জানান। ৬ সদস্যের সর্বসম্মতিক্রমে প্রেরিত ৩ সদস্যের এ্যাডহক কমিটি জনসম্মুখে বহাল রাখার সিদ্ধান্ত গৃহিত হলেও প্রভাবশালী নেতারা তা মানতে নারাজ।

স্থানীয় অভিভাবকরা মনে করেন, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে পরিচালিত হয় সে কারনে স্থানীয় জনমতের ভিত্তিতে বিষয়টি মিমাংসা হলে অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করতে পারবে।

নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন বিশ্বাস বলেন,আমাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। রাজনৈতিক নেতারা ফোন করে আবার নাম দিতে বাধ্য করছে। আমি স্থানীয় জনমতের ভিত্তিতে ৩ সদস্যের এ্যাডহক কমিটি শিক্ষা অফিস বরাবর প্রেরন করলেও নতুন করে তালিকা প্রেরনের জন্য বলপ্রয়োগ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার বিষয়টি অবগত করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্যারেরা বিষয়টি জানেন।

সবুজদেশ/এসএএস