ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঠিকানা তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসায় বই উৎসব

ছবি প্রতিনিধি-

 

যশোরের ঝিকরগাছা উপজেলার ঠিকানা তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে ঠিকানা তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসায় নতুন বছরের বই তুলে দেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার।

বই উৎসব অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক কবির বিন সামাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এম এম কলেজের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহিন, ঠিকানা তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসার প্রধান শিক্ষক সাইদুল ইসলামসহ মাদরাসার অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ গ্রহন করেন।

মাদরাসার পরিচালক কবির বিন সামাদ বলেন, আমরা গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বাইরে এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রর্বতন করতে চাই যা দুনিয়া ও আখেরাতে কাজে লাগবে। এখানে জেনারেল এবং আরবি শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটি করেছি। পাশাপাশি পবিত্র কুরআনকে বাধ্যতামূলক করে দিয়েছি। যারা জেনারেলে পড়বে তাদের জন্য কুরআন বাধ্যতামূলক ও যারা মাদরাসা লাইনে পড়বে তাদের জন্য তো আছেই । এই প্রতিষ্ঠানকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই যা পুরো বাংলা ভাষাভাষী মানুষের কাছে পরিচিত প্রিয় প্রতিষ্ঠান হয়ে উঠে এটায় আমাদের লক্ষ্য।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু করেছে ৷ ইতোমধ্যে উপজেলা জুড়ে মাদরাসাটির সুনাম ছড়িয়ে পড়েছে।

সবুজদেশ/এসইউ

Tag :
About Author Information

ঠিকানা তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসায় বই উৎসব

Update Time : ০২:৩৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

 

যশোরের ঝিকরগাছা উপজেলার ঠিকানা তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে ঠিকানা তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসায় নতুন বছরের বই তুলে দেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার।

বই উৎসব অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক কবির বিন সামাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এম এম কলেজের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহিন, ঠিকানা তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসার প্রধান শিক্ষক সাইদুল ইসলামসহ মাদরাসার অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ গ্রহন করেন।

মাদরাসার পরিচালক কবির বিন সামাদ বলেন, আমরা গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বাইরে এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রর্বতন করতে চাই যা দুনিয়া ও আখেরাতে কাজে লাগবে। এখানে জেনারেল এবং আরবি শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটি করেছি। পাশাপাশি পবিত্র কুরআনকে বাধ্যতামূলক করে দিয়েছি। যারা জেনারেলে পড়বে তাদের জন্য কুরআন বাধ্যতামূলক ও যারা মাদরাসা লাইনে পড়বে তাদের জন্য তো আছেই । এই প্রতিষ্ঠানকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই যা পুরো বাংলা ভাষাভাষী মানুষের কাছে পরিচিত প্রিয় প্রতিষ্ঠান হয়ে উঠে এটায় আমাদের লক্ষ্য।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু করেছে ৷ ইতোমধ্যে উপজেলা জুড়ে মাদরাসাটির সুনাম ছড়িয়ে পড়েছে।

সবুজদেশ/এসইউ