সাতক্ষীরা সীমান্তে নারীসহ তিনজন আটক
সাতক্ষীরায় অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দুই পাচারকারীসহ ৩ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১২ টার দিকে সদর উপজেলার লক্ষীদাড়ী সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সদর থানার বন্দর গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে মোছাঃ সানজিদা (১৯) এবং সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের তারেক মন্ডলের ছেলে অমল মন্ডল (৩২) ও একই গ্রামের রুহুল আমিনের ছেলে মোঃ নুর ইসলাম (৩০)।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি ভোমরা বিওপির এসআইপি সদস্য হাবিলদার মোঃ আতাউর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল রাত পৌনে ১২ টার দিকে লক্ষ্মীদাড়ী সীমান্তে অভিযান চালিয়ে সানজিদাকে আটক করে। এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার সহযোগিতা করায় পাচারকারী হিসেবে অমল মণ্ডল ও নুরুল ইসলামকে আটক করা হয়।
আটককৃত মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, যে ২ মাস পূর্বে যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমন করে। পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশী নাগরিক ও মানব পাচারের দায়ে পাচারকারীদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।
সবুজদেশ/এসইউ