ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে ইজিবাইকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৯:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে।

 

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালক বিন্দু দাস (৩৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কের বারইপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাইসাইকেল চালিয়ে দিনমজুর বিন্দু দাস বাড়ি ফিরছিলেন। পথে উমেদপুর ইউনিয়নের বারইপাড়া কবরস্থান এলাকায় শৈলকুপামুখী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সাইকেল থেকে পড়ে গিয়ে ইজিবাইকের চাকায় পিষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইজিবাইকে করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুক্তাদির রহমান বাশার বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

রিপন নামে একজন স্থানীয় বাসিন্দা জানান, ‘বিকেলে হঠাৎ করে ইজিবাইকে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা তাড়াহুড়ো করে তাকে জরুরি বিভাগে নিয়ে যায়। কিন্তু এর মধ্যে ওই ইজিবাইক চালক পালিয়ে যান।’

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং নিহতের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিবুজদেশ/এসইউ

Tag :

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

ঝিনাইদহে ইজিবাইকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

Update Time : ০৯:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

 

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল চালক বিন্দু দাস (৩৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কের বারইপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাইসাইকেল চালিয়ে দিনমজুর বিন্দু দাস বাড়ি ফিরছিলেন। পথে উমেদপুর ইউনিয়নের বারইপাড়া কবরস্থান এলাকায় শৈলকুপামুখী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সাইকেল থেকে পড়ে গিয়ে ইজিবাইকের চাকায় পিষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইজিবাইকে করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুক্তাদির রহমান বাশার বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

রিপন নামে একজন স্থানীয় বাসিন্দা জানান, ‘বিকেলে হঠাৎ করে ইজিবাইকে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা তাড়াহুড়ো করে তাকে জরুরি বিভাগে নিয়ে যায়। কিন্তু এর মধ্যে ওই ইজিবাইক চালক পালিয়ে যান।’

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং নিহতের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিবুজদেশ/এসইউ