ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কেমন চলছে অভিনেত্রীর লাল-নীল সংসার?

সবুজদেশ ডেস্ক:

 

এপার-ওপার দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় নিজেকে বিভিন্ন চরিত্রে এমনভাবে ফুঁটিয়ে তোলেন অভিনেত্রী যে ভক্তরা চোখ সরাতে পারে না। তার অভিনয় দক্ষতা দর্শকের মন ছুঁয়ে যায় খুব সহজেই। তবে বহুল আলোচিত এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের যেন আগ্রহের শেষ নেই।

অতীতে অনেকের সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন উঠেছিল জয়া সম্পর্কে। সেগুলোর কোন সত্যতা খুঁজে পাওয়া যায়নি। ১৯৯৮ সালে মডেল ফয়সালকে বিয়ে করেছিলেন জয়া আহসান। তবে ২০১১ সালে ১৩ বছরের সেই দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি; তারপর আর বসেননি বিয়ের পিঁড়িতে।

গত একযুগেরও বেশি সময় ধরেই একাকী জীবন কাটাচ্ছেন জয়া। তাই তো অভিনেত্রীকে নিয়ে ভক্তদের কৌতূহল ও প্রশ্ন যে, সংসারের দিকে আর কি মন দেবেন জয়া?
এবার একটি সাক্ষাৎকারে এবিষয়ে মুখ খুললেন জয়া আহসান। বললেন, তিনি নাকি সংসারই করছেন!

জয়া বলেন, ‘আমি তো সংসারই করি, করছি। বিয়ে করলেই কি শুধু সংসার হয়? আমার দায়িত্ব আছে এত এত, তা সংসারের চেয়ে কম কী! আমি তো এসব করেই সময় পাই না। সবাইকে বিশ্বাস করতে হবে, বিয়ে করলেই সংসার হয় না।

অতীত-বর্তমানের প্রসঙ্গ টেনে জয়া বলেন, ‘আমিও তো বিয়ে করে সংসার করেছিলাম। সেটার স্বাদও আমি নিয়েছি। এখন এই সংসারটা করছি। এটাই মন্দ কী। এটা তো ভালো লাগছে আমার। যেহেতু এটায় বেশি ভালো লাগছে, এই সংসারটাতে আমি সাকসেসফুল।

নিজের সংসার নিয়ে জয়া বলেন, ‘আমার চারটা চারপেয়ে বাচ্চা (পোষ্য)। আমার মা, পরিবারের ভাইবোন, আমার গাছাপালা—সবকিছুই আমার সংসার। এরাই আমার সংসারের সব। বিয়ে করেও তো অনেকের ভেতর যোজন যোজন দূরত্ব থাকে। সেই অর্থে সেটাও কি সংসার তাহলে? মানুষকে দেখানোর জন্য ফটোফ্রেম সংসার করে তো লাভ নেই।

প্রসঙ্গত, সদ্য বিদায়ী বছরের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছে জয়া আহসানের সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। যা নির্মাণ করেছেন আকরাম খান। চলচ্চিত্রটির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। এছাড়াও সম্প্রতি তার অভিনীত ‘২ষ’ সিরিজের শেষ পর্ব ‘বেসুরা’ মুক্তি পেয়েছে। সেখানে জয়া অভিনয় করেছেন একজন ডাইনির চরিত্রে।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ০৬:৪১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
১০ Time View

কেমন চলছে অভিনেত্রীর লাল-নীল সংসার?

আপডেট সময় : ০৬:৪১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

 

এপার-ওপার দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় নিজেকে বিভিন্ন চরিত্রে এমনভাবে ফুঁটিয়ে তোলেন অভিনেত্রী যে ভক্তরা চোখ সরাতে পারে না। তার অভিনয় দক্ষতা দর্শকের মন ছুঁয়ে যায় খুব সহজেই। তবে বহুল আলোচিত এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের যেন আগ্রহের শেষ নেই।

অতীতে অনেকের সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন উঠেছিল জয়া সম্পর্কে। সেগুলোর কোন সত্যতা খুঁজে পাওয়া যায়নি। ১৯৯৮ সালে মডেল ফয়সালকে বিয়ে করেছিলেন জয়া আহসান। তবে ২০১১ সালে ১৩ বছরের সেই দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি; তারপর আর বসেননি বিয়ের পিঁড়িতে।

গত একযুগেরও বেশি সময় ধরেই একাকী জীবন কাটাচ্ছেন জয়া। তাই তো অভিনেত্রীকে নিয়ে ভক্তদের কৌতূহল ও প্রশ্ন যে, সংসারের দিকে আর কি মন দেবেন জয়া?
এবার একটি সাক্ষাৎকারে এবিষয়ে মুখ খুললেন জয়া আহসান। বললেন, তিনি নাকি সংসারই করছেন!

জয়া বলেন, ‘আমি তো সংসারই করি, করছি। বিয়ে করলেই কি শুধু সংসার হয়? আমার দায়িত্ব আছে এত এত, তা সংসারের চেয়ে কম কী! আমি তো এসব করেই সময় পাই না। সবাইকে বিশ্বাস করতে হবে, বিয়ে করলেই সংসার হয় না।

অতীত-বর্তমানের প্রসঙ্গ টেনে জয়া বলেন, ‘আমিও তো বিয়ে করে সংসার করেছিলাম। সেটার স্বাদও আমি নিয়েছি। এখন এই সংসারটা করছি। এটাই মন্দ কী। এটা তো ভালো লাগছে আমার। যেহেতু এটায় বেশি ভালো লাগছে, এই সংসারটাতে আমি সাকসেসফুল।

নিজের সংসার নিয়ে জয়া বলেন, ‘আমার চারটা চারপেয়ে বাচ্চা (পোষ্য)। আমার মা, পরিবারের ভাইবোন, আমার গাছাপালা—সবকিছুই আমার সংসার। এরাই আমার সংসারের সব। বিয়ে করেও তো অনেকের ভেতর যোজন যোজন দূরত্ব থাকে। সেই অর্থে সেটাও কি সংসার তাহলে? মানুষকে দেখানোর জন্য ফটোফ্রেম সংসার করে তো লাভ নেই।

প্রসঙ্গত, সদ্য বিদায়ী বছরের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছে জয়া আহসানের সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। যা নির্মাণ করেছেন আকরাম খান। চলচ্চিত্রটির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। এছাড়াও সম্প্রতি তার অভিনীত ‘২ষ’ সিরিজের শেষ পর্ব ‘বেসুরা’ মুক্তি পেয়েছে। সেখানে জয়া অভিনয় করেছেন একজন ডাইনির চরিত্রে।

সবুজদেশ/এসইউ