নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান
সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় দুই দশক পার করে ফেললেন। এখনো নিয়মিত খেলে চলেছেন। বল হাতে প্রতিপক্ষকে ঘায়েল করে গেছেন প্রায় সময়। কিন্তু কখনও বোলিং অ্যাকশন নিয়ে বিপাকে পড়তে হয়নি। সেই সাকিবের ক্যারিয়ারের গোধূলি লগ্নে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। বোলিং অ্যাকশন নিয়ে দেওয়া পরীক্ষায় আবারও ফেল করেছেন সাকিব আল হাসান।
গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষাও উত্তরাতে পারেননি। তাতে আবারও বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়েছেন টাইগার এই অলরাউন্ডার। সেই সঙ্গে এক বছরের নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে তাকে। আগামী এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না সাকিব।
আগামী এক বছর তিনি যে কোনো পর্যায়ের ক্রিকেটেই তিনি আর বোলিং করতে পারবেন না। এদিকে সাকিবের এই বোলিং পরীক্ষায় পাস করতে না পারায় তার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা হচ্ছে না। আগামীকাল ১২ জানুয়ারি প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার শেষ সময়। সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে এরইমাঝে সবুজ সংকেত না পাওয়ায়, তাত বিকল্প নিয়ে দল সাজাতে হচ্ছে বাংলাদেশকে।
গত বছরের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বিপাকে পড়েন সাকিব। সেখানেই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়ারেরা। এরপর আইসিসি অনুমোদিত বোলিং পরীক্ষাগারে পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি সাকিব।
সবুজদেশ/এসইউ