কালীগঞ্জে এনআরবিসি ব্যাংকের উপশাখা উদ্বোধন
ঝিনাইদহের কালীগঞ্জে এনআরবিসি ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় শহরের নলডাঙ্গা সড়কের সরদার টাওয়ারে পাশে উপশাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ট্রেজারি শাখার প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল গফুর রানা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান কার্যালয়ে ডিডি আব্দুল আলীম, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন আলম, কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার, ব্যাংকটির ভাইস প্রেডিডেন্ট আহসানুল হকসহ অন্যান্যরা।
আলোচনা সভায় ব্যাংকটির ট্রেজারি শাখার প্রধান আব্দুল গফুর রানা বলেন, ব্যাংকটি সাধারণ মানুষের সেবায় নিয়োজিত। গ্রাহকের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কালীগঞ্জে উপশাখা চালু হলো। আশা করি এখানকার সাধারণ জনগণ সর্বোচ্চ ব্যাংকিং সেবা পাবেন।
সবুজদেশ/এসইউ