ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জরুরি তলবে হাজির ভারতীয় হাইকমিশনার

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৪:০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে।

ছবি সংগৃহীত-

 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে সীমান্তে বিরাজমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে জরুরি তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই তলবে সাড়া দিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ভারতীয় হাইকমিশনারকে মন্ত্রণালয়ে ঢুকতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে কোনো বিরূপ ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে ব্রিফ করতেই এই তলব বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এর আগে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণকাজ শুরু করেছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে স্থানীয় জনগণের শক্ত অবস্থানের কারণে ভারত ওইসব স্থানে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এসব ঘটনা নিয়ে প্রণয় ভার্মাকে তলব করা হবে।

সবুজদেশ/এসইউ

Tag :

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

জরুরি তলবে হাজির ভারতীয় হাইকমিশনার

Update Time : ০৪:০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে সীমান্তে বিরাজমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে জরুরি তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই তলবে সাড়া দিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ভারতীয় হাইকমিশনারকে মন্ত্রণালয়ে ঢুকতে দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে কোনো বিরূপ ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে ব্রিফ করতেই এই তলব বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এর আগে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণকাজ শুরু করেছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে স্থানীয় জনগণের শক্ত অবস্থানের কারণে ভারত ওইসব স্থানে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এসব ঘটনা নিয়ে প্রণয় ভার্মাকে তলব করা হবে।

সবুজদেশ/এসইউ