ঝিনাইদহ সীমান্তে মাদক উদ্ধার, আটক ১৩ বাংলাদেশী
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ মাদক ও অবৈধভাবে সীমান্তে পারাপারের অপরাধে ১৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।
রবিবার ( ১২ জানুয়ারি) ৩ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ( ১১ জানুয়ারি) রাত ৮টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির নতুনপাড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার থেকে ২০০ গজ ভিতরে নতুনপাড়া গ্রামের হাকিম এর আম বাগানে অভিযান চালিয়ে মালিকবীহিন ৮৬ বোতল ভারতীয় মদ ও ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে শনিবার ( ১১ জানুয়ারি) রাত ১১ টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির গয়েশপুর বিওপি কর্তৃক সীমান্ত পিলার থেকে ১০০ গজ ভিতরে গয়েশপুর মাঠের মধ্যে থেকে মালিকবীহিন অবস্থায় ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এদিকে রবিবার ( ১২ জানুয়ারি) রাত দেড়টার টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির উথুলী বিওপি কর্তৃক সীমান্ত পিলার থেকে ২ কিলোমিটার ভিতরে আকন্দবাড়ীয়া বটতলা মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার ও সামান্তা, বাঘাডাঙ্গা, বেনীপুর ও কুসুমপুর বিওপির নিয়োমিত টহলদল অভিযান চালিয়ে ১৩ জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে সীমান্তে পারাপারের অপরাধে তাদেরকে আটক করে।
আটককৃদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যেমে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
সবুজদেশ/এসইউ