ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘বাকিতে বেচা মাংসের টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে’ যুবক খুন

সবুজদেশ ডেস্ক:

 

কুষ্টিয়া মিরপুর উপজেলায় বাকিতে বেচা মাংসের টাকা চাওয়ার জেরে ছুরিকাঘাতে যুবক নিহতের অভিযোগ এসেছে।

রোবাবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চাঁদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান।

নিহত আল আমিন (২৫) উপজেলার পশ্চিম রানা খড়িয়া গ্রামের রবিউল সরদারের ছেলে।

স্থানীয়রা বলেন, আল আমিনের বাবা রবিউল সরদার একজন মাংস বিক্রেতা। একই এলাকার আসাদুল নামে এক ব্যক্তির কাছে ২ কেজি মাংসের দাম পাওনা ছিল রবিউলের।

রোববার সন্ধ্যায় সেই টাকা চাইতে গেলে আসাদুল বেশ কয়েকজনকে নিয়ে আল আমিনকে ধরে মারধর করেন। তখন ধারাল ছুরি দিয়ে তাকে আঘাত করা হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে আল আমিন মারা যান।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও কোনো মামলা হয়নি বা কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ১১:২২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
১১ Time View

‘বাকিতে বেচা মাংসের টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে’ যুবক খুন

আপডেট সময় : ১১:২২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

 

কুষ্টিয়া মিরপুর উপজেলায় বাকিতে বেচা মাংসের টাকা চাওয়ার জেরে ছুরিকাঘাতে যুবক নিহতের অভিযোগ এসেছে।

রোবাবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চাঁদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান।

নিহত আল আমিন (২৫) উপজেলার পশ্চিম রানা খড়িয়া গ্রামের রবিউল সরদারের ছেলে।

স্থানীয়রা বলেন, আল আমিনের বাবা রবিউল সরদার একজন মাংস বিক্রেতা। একই এলাকার আসাদুল নামে এক ব্যক্তির কাছে ২ কেজি মাংসের দাম পাওনা ছিল রবিউলের।

রোববার সন্ধ্যায় সেই টাকা চাইতে গেলে আসাদুল বেশ কয়েকজনকে নিয়ে আল আমিনকে ধরে মারধর করেন। তখন ধারাল ছুরি দিয়ে তাকে আঘাত করা হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে আল আমিন মারা যান।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও কোনো মামলা হয়নি বা কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সবুজদেশ/এসইউ