ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার কাছে সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

সবুজদেশ ডেস্ক:

 

চারটি সংস্কার কমিশনের প্রধানরা তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন। এ সময় কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। 

বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তারা এই প্রতিবেদন জমা দেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে চার সংস্কার কমিশনের প্রধানরা তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেন। প্রতিবেদন জমাদান শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা বৈঠকে বসেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছিলেন বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠক করবেন। এ সময় প্রতিবেদন হস্তান্তরের পর রিপোর্ট নিয়ে একটু আলাপ হবে, পুরো জিনিসটি তারা বলবেন কী কী পাওয়া গেছে।

প্রেস সচিব জানান, দুপুর তিনটায় সংবাদ সম্মেলন করে এই বিষয়ে গণমাধ্যমকে জানাবেন সরকারের কয়েকজন উপদেষ্টা।

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি সংস্কার কমিটি করেছে। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ প্রধান।

কমিশনগুলো ওয়েবসাইট খুলে মতামত সংগ্রহ, অংশীজনদের সঙ্গে সংলাপ, মতবিনিময়, জরিপ ও লিখিতভাবে মতামত সংগ্রহ করেছে। সুপারিশমালা প্রস্তুতে এসব প্রস্তাব ও মতামত পর্যালোচনা করা হয়েছে।

নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন হয়েছিল ৩ অক্টোবর। আর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছিল ৬ অক্টোবর। এরপর গত ১৮ নভেম্বর দ্বিতীয় ধাপে গঠন করা হয় গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার সংস্কার কমিশন। ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমার কথা থাকলেও প্রথম ধাপে গঠিত ছয়টি কমিশনের মেয়াদ পরে বাড়ানো হয়। এর মধ্যে চার কমিশন বুধবার প্রতিবেদন দিল। বাকি দুটি কমিশনও শিগগির প্রতিবেদন জমা দেবে।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ০১:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
১১ Time View

প্রধান উপদেষ্টার কাছে সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

আপডেট সময় : ০১:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

 

চারটি সংস্কার কমিশনের প্রধানরা তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন। এ সময় কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। 

বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তারা এই প্রতিবেদন জমা দেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে চার সংস্কার কমিশনের প্রধানরা তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করেন। প্রতিবেদন জমাদান শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা বৈঠকে বসেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছিলেন বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা সঙ্গে বৈঠক করবেন। এ সময় প্রতিবেদন হস্তান্তরের পর রিপোর্ট নিয়ে একটু আলাপ হবে, পুরো জিনিসটি তারা বলবেন কী কী পাওয়া গেছে।

প্রেস সচিব জানান, দুপুর তিনটায় সংবাদ সম্মেলন করে এই বিষয়ে গণমাধ্যমকে জানাবেন সরকারের কয়েকজন উপদেষ্টা।

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি সংস্কার কমিটি করেছে। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ প্রধান।

কমিশনগুলো ওয়েবসাইট খুলে মতামত সংগ্রহ, অংশীজনদের সঙ্গে সংলাপ, মতবিনিময়, জরিপ ও লিখিতভাবে মতামত সংগ্রহ করেছে। সুপারিশমালা প্রস্তুতে এসব প্রস্তাব ও মতামত পর্যালোচনা করা হয়েছে।

নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন হয়েছিল ৩ অক্টোবর। আর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছিল ৬ অক্টোবর। এরপর গত ১৮ নভেম্বর দ্বিতীয় ধাপে গঠন করা হয় গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার সংস্কার কমিশন। ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমার কথা থাকলেও প্রথম ধাপে গঠিত ছয়টি কমিশনের মেয়াদ পরে বাড়ানো হয়। এর মধ্যে চার কমিশন বুধবার প্রতিবেদন দিল। বাকি দুটি কমিশনও শিগগির প্রতিবেদন জমা দেবে।

সবুজদেশ/এসইউ