ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে চিনিকলে চিনি খেতে বাঁধা দেওয়ায় শ্রমিককে মারধর

নিজস্ব প্রতিবেদক

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবরকগঞ্জ চিনিকলে চিনি খেতে বাঁধা দেওয়ায় আব্দার হোসেন নামে এক শ্রমিককে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় দুই যুবককে পুলিশে দিয়েছে চিনিকলে কর্মরত শ্রমিকরা।

বুধবার দুপুর ২ টার দিকে মোবারকগঞ্জ চিনিকল চত্ত্বরে এ ঘটনা ঘটে। যুবকেরা হলেন- চিনিকলটিতে আখ নিয়ে আসা ট্রলি চালক রকি ইসলাম ও আকাশ হোসেন। তাদের বাড়ি উপজেলার পুকুরিয়া গ্রামে।

শ্রমিকেরা জানায়, বুধবার দুপুরে চিনিকলে ট্রলিতে করে আখ নিয়ে আসে রকি হোসেন। এ সময় সে গাড়ি রেখে চিনিকলের ভিতরে চিনি খেতে যায়। সেখানে গেলে চিনিকলে কর্মরত আব্দার হোসেন তাকে বাঁধা দেয়। এ সময় তাদের ভিতর বাকবিতণ্ডা হয়। পরে ফোন করে ট্রলি চালক রকি ফোন দেয় আকাশ হোসেনকে। আকাশ হোসেন ঘটনাস্থলে এলে তারা দুইজন ওই শ্রমিককে মারধর করে। এ সময় মিলে কর্মরত শ্রমিকেরা ছুটে এসে ওই যুবককে আটক করে। পরে তাদের পুলিশে সোপর্দ করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হোসেন বলেন, দুপুরে আব্দার হোসেনকে হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোরে রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, শ্রমিকেরা দুই যুবককে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ দুইজনকে থানায় এনেছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

সবুজদেশ/এসএএস

About Author Information
আপডেট সময় : ০৩:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
২১৪ Time View

কালীগঞ্জে চিনিকলে চিনি খেতে বাঁধা দেওয়ায় শ্রমিককে মারধর

আপডেট সময় : ০৩:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবরকগঞ্জ চিনিকলে চিনি খেতে বাঁধা দেওয়ায় আব্দার হোসেন নামে এক শ্রমিককে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় দুই যুবককে পুলিশে দিয়েছে চিনিকলে কর্মরত শ্রমিকরা।

বুধবার দুপুর ২ টার দিকে মোবারকগঞ্জ চিনিকল চত্ত্বরে এ ঘটনা ঘটে। যুবকেরা হলেন- চিনিকলটিতে আখ নিয়ে আসা ট্রলি চালক রকি ইসলাম ও আকাশ হোসেন। তাদের বাড়ি উপজেলার পুকুরিয়া গ্রামে।

শ্রমিকেরা জানায়, বুধবার দুপুরে চিনিকলে ট্রলিতে করে আখ নিয়ে আসে রকি হোসেন। এ সময় সে গাড়ি রেখে চিনিকলের ভিতরে চিনি খেতে যায়। সেখানে গেলে চিনিকলে কর্মরত আব্দার হোসেন তাকে বাঁধা দেয়। এ সময় তাদের ভিতর বাকবিতণ্ডা হয়। পরে ফোন করে ট্রলি চালক রকি ফোন দেয় আকাশ হোসেনকে। আকাশ হোসেন ঘটনাস্থলে এলে তারা দুইজন ওই শ্রমিককে মারধর করে। এ সময় মিলে কর্মরত শ্রমিকেরা ছুটে এসে ওই যুবককে আটক করে। পরে তাদের পুলিশে সোপর্দ করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হোসেন বলেন, দুপুরে আব্দার হোসেনকে হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোরে রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, শ্রমিকেরা দুই যুবককে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ দুইজনকে থানায় এনেছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

সবুজদেশ/এসএএস