কোয়াব একাদশ ঝিনাইদহ ও কালীগঞ্জ ক্রিকেট একাদশ ফাইনালে
কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
ঝিনাইদহের কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৪ দলীয় টি ২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় শহরের সরকারী নলডাঙ্গা ভূষন হাইস্কুল মাঠে কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে এ টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষনা করেন। এ সময় ক্রিড়ামোদীসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে কোয়াব ঝিনাইদহ ও কোটচাঁদপুর ক্রিকেট একাদশ। টসে জিতে কোটচাঁদপুর ক্রিকেট একাদশের অধিনায়ক ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট হাতে কোয়াব ঝিনাইদহ একাদশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোট ১২১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রিফাত রহমান সর্বোচ্চ ৪৪ রান করে। এরপর ১২২ রানের তার্গেটে ব্যাট করতে নামে কোটচাঁদপুর ক্রিকেট একাদশ। কিন্ত কোয়াব ঝিনাইদহের বোলার নুরুজ্জামানের বিধ্বংসী বোলিয়ে প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। এক পর্যায়ে দলীয় ৮৬ রানে তারা সকলেই আউট হয়ে যায়। নুরুজ্জামান ৪ ওভার বল করে একটি মেডিনসহ মাত্র ১৪ রান দিয়ে ৫ টি উইকেট লাভ করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়।
এরপর বেলা আড়াইটায় দিনের দ্বিতীয় ম্যাচে লইয়ার ক্রিকেট এসোসিয়েশন ঢাকাকে মোকাবেলা করে কালীগঞ্জ ক্রিকেট একাদশ। এ খেলায় টসে জিতে কালীগঞ্জ একাদশের অধিনায়ক সোহাগ ব্যাট হাতে তুলে নেন। গোড়া পত্তন থেকেই কালীগঞ্জ একাদশের রিফাদ, রাজকুমার মারমুখী ব্যাটিং করতে থাকে। উদ্বোধনী এ জুটির পতনের পর দলীয় অধিনায়ক সোহাগ ও বাধন হাল ধরেন। এ দুই ব্যাটসম্যান হাত খুলে বাউন্ডারী ওভার বাউন্ডারী হাঁকিয়ে ঢাকা থেকে আসা লইয়ার এসোসিয়েশন ক্রিকেট একাদশের বোলারদের অসহায় করে তোলেন। লাগাতর চার আর ছক্কা হাকানো অপ্রতিরোধ্য বাধন দলের পক্ষে সর্বোচ্চ ১১২ রান করেন। আর অধিনায়ক সোহাগ করেন ৮৬ রান। এক পর্যায়ে নির্ধারিত ২০ ওভারে তারা ২৬৭ রানের পাহাড় দাঁড় করিয়ে প্রতিপক্ষের চিন্তায় ফেলে দেন।
এরপর দেশের হয়ে নিউজিল্যান্ড, কাতার, মালয়েশিয়া সফরকারী দল লইয়ার ক্রিকেট এ্যাসোসিয়েশনের অভিজ্ঞ ব্যাটসম্যানেরা ২৬৮ রান কোন তোয়াক্কায় আনতে চাননি। সুদৃড় মনোবল নিয়ে তারা তাদের ইনিংস শুরু করেন। দলের উদ্বোধনী দুই ব্যাটসম্যান প্রথম থেকেই বাউন্ডারী ছক্কা হাঁকাতে থাকেন। রান তোলার গড় কাছাকাছি ও উইকেট হাতে রেখে তারা ভালোই জবাব দিচ্ছিলেন। কিন্ত কালীগঞ্জ ক্রিকেট একাদশের সুচতুর অধিনায়ক ঘুর্নি বলের ম্যাজিসিয়ান বাবুর হাতে বল তুলে দেন। বাবু প্রতিপক্ষ দলের পরপর দুটি উইকেট সাজঘরে ফেরান।
এরপর অধিনায়ক অভিজ্ঞ চঞ্চলকে ফিরিয়ে দিয়ে উল্লাসে মেতে ওঠে কালীগঞ্জ একাদশের সতীর্থরা। তখন সামনের রানের পাহাড় তাদেরকে ভাবিয়ে তোলে। তবে ৬ উইকেট জুটিতে এসে ২ ব্যাটসম্যান বেধড়ক পেটাতে থাকেন। কিন্ত শেষ ঠেকাতে পারেন নি তারা। নির্ধারিত ২০ ওভারে তারা মোট ১৮৬ রান করার পরে তাদের ইনিংস শেষ হয়। খেলা শেষে কালীগঞ্জ ক্রিকেট একাদশের বাধন শতরান করার সুবাদে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন।
সবুজদেশ/এসইউ