কুষ্টিয়ার খোকসা উপজেলায় নিখোঁজের তিনদিন পর এক ভ্যান চালকের মরদেহ বালু চাপা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খোকসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মডেল টাউন নামক একটি বেসরকারি আবাসন প্রকল্পের একটি জমির সীমানা প্রাচীরের মধ্যে বালির নিচে ভ্যানচালক আজাদের (৪৫) মরদেহ পাওয়া যায়। মৃতদেহটির পরনে ছিল নীল রঙের টাওজার, ছায়া রঙের জ্যাকেট ও লাল রঙের চাঁদর। নিহতের ছেলে রিপন হোসেন (১৯) তার বাবার মৃতদেহ শনাক্ত করেন।
স্থানীয়রা জানান, বিকেলে কয়েকটি কুকুর বালির নিচ থেকে মরদেহের একটি অংশ তুলে ফেলে, যার ফলে এলাকায় তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লোকজন ঘটনাস্থলে আসতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে।
রিপন হোসেন জানান, গত বৃহস্পতিবার বিকালে তার বাবা ভ্যান নিয়ে ভাড়া মারতে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরে তিনি ঢাকায় ফিরে এসে খোকসা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। রবিবার বিকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাবার মরদেহ শনাক্ত করেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম জানান, মডেল টাউন থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তবে ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হচ্ছে না, কারণ তদন্ত চলছে।
সবুজদেশ/এসইউ