ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

যশোরের রেল ক্রসিংয়ে ট্রাক-ট্রেনের সংঘর্ষ

 

যশোরের অভয়নগরে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সারবোঝাই একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে ।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নওয়াপাড়া ভৈরব ব্রিজ সংলগ্ন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় শুধু ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো প্রাণহানি ঘটেনি এবং স্বাভাবিক রয়েছে রেল চলাচলও৷

প্রত্যক্ষদর্শীরা জানান, বড় বাড়ি নৌ-ঘাট থেকে সরকারি বিএডিসির ডিএপি সারবোঝাই করে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও ট্রাকটি আর সচল করতে পারেননি চালক ও তার সহকারী।

এরই মধ্যে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। তখন চালক ও সহকারী নিরাপদ দূরত্বে সরে দাঁড়ান।

ট্রেনটি এসে ট্রাকে ধাক্কা দিলে রেল লাইনের বাইরে পড়ে দুমড়ে-মুচড়ে যায় ট্রাকটি ৷ ট্রেনের ইঞ্জিনের কয়েক জায়গায় আঘাত লেগেছে৷ লাইনচ্যুত না হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

যশোর জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানিয়েছেন, রেলওয়ে পুলিশ ও অভয়নগর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর সুন্দরবন এক্সপ্রেসের ( লোকোমোটিভ ৬৬৩৭ ) ইঞ্জিন ও অন্যান্য ফিটনেস পরীক্ষা করে ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে।

সবুজদেশ/এসইউ

Tag :
About Author Information

যশোরের রেল ক্রসিংয়ে ট্রাক-ট্রেনের সংঘর্ষ

Update Time : ১১:০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

 

যশোরের অভয়নগরে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সারবোঝাই একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে ।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নওয়াপাড়া ভৈরব ব্রিজ সংলগ্ন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় শুধু ট্রাকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো প্রাণহানি ঘটেনি এবং স্বাভাবিক রয়েছে রেল চলাচলও৷

প্রত্যক্ষদর্শীরা জানান, বড় বাড়ি নৌ-ঘাট থেকে সরকারি বিএডিসির ডিএপি সারবোঝাই করে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রাকের ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও ট্রাকটি আর সচল করতে পারেননি চালক ও তার সহকারী।

এরই মধ্যে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। তখন চালক ও সহকারী নিরাপদ দূরত্বে সরে দাঁড়ান।

ট্রেনটি এসে ট্রাকে ধাক্কা দিলে রেল লাইনের বাইরে পড়ে দুমড়ে-মুচড়ে যায় ট্রাকটি ৷ ট্রেনের ইঞ্জিনের কয়েক জায়গায় আঘাত লেগেছে৷ লাইনচ্যুত না হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

যশোর জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানিয়েছেন, রেলওয়ে পুলিশ ও অভয়নগর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর সুন্দরবন এক্সপ্রেসের ( লোকোমোটিভ ৬৬৩৭ ) ইঞ্জিন ও অন্যান্য ফিটনেস পরীক্ষা করে ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে।

সবুজদেশ/এসইউ