ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে কৃষকের ২ হাজার ড্রাগন গাছ কেটে ফেললো দুর্বৃত্তরা

 

ঝিনাইদহের মহেশপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের প্রায় ২ হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মালাধরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের বেলতলা মাঠে কৃষক ইদ্রিস আলী তিন বছর আগে ২০ শতক জমিতে ডাগ্রন ফলের আবাদ করেছিলেন। কিছুদিন আগে বাগান থেকে কিছু ড্রাগন ফল বিক্রিও করেছেন। আগামীতে আরও ফল বিক্রির আশা ছিল তার। কিন্তু সোমবার রাতে তার বাগানের সকল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষক ইদ্রিস আলী বলেন, জমি নিয়ে আজমপুর গ্রামের মজিবর ও তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছে। এর আগেও গত ১৫ ই নভেম্বর এক বিঘা ড্রাগন বাগান কেটে দিয়েছিল তারা বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকসহ স্থানীয়রা।

সবুজদেশ/এসএএস

About Author Information

ঝিনাইদহে কৃষকের ২ হাজার ড্রাগন গাছ কেটে ফেললো দুর্বৃত্তরা

Update Time : ০৬:৫২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

 

ঝিনাইদহের মহেশপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের প্রায় ২ হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মালাধরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের বেলতলা মাঠে কৃষক ইদ্রিস আলী তিন বছর আগে ২০ শতক জমিতে ডাগ্রন ফলের আবাদ করেছিলেন। কিছুদিন আগে বাগান থেকে কিছু ড্রাগন ফল বিক্রিও করেছেন। আগামীতে আরও ফল বিক্রির আশা ছিল তার। কিন্তু সোমবার রাতে তার বাগানের সকল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষক ইদ্রিস আলী বলেন, জমি নিয়ে আজমপুর গ্রামের মজিবর ও তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছে। এর আগেও গত ১৫ ই নভেম্বর এক বিঘা ড্রাগন বাগান কেটে দিয়েছিল তারা বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকসহ স্থানীয়রা।

সবুজদেশ/এসএএস