ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামে আগুনে পুড়ে প্রায় ৩ বিঘা জমির ২টি পানের বরজ ভস্মিভূত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪ জন পানচাষী।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজলোর জামাল ইউননিয়নের দুধরাজপুর গ্রামের পানের বরজে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত চাষীরা হলেন, দুধরাপুর গ্রামের আবু বক্কর মন্ডলের ছেলে পাতা মন্ডল, একই গ্রামের জগা ভদ্রের ছেলে কৃষ্ণ ভদ্র, সুধীর ভদ্রের ছেলে উত্তম ভদ্র ও রফিকুল মন্ডলের ছেলে ইরমান মন্ডল।
স্থানীয়রা বলেন, শুক্রবার দুপুরে প্রথমে আগুন লাগে চাষি পাতা মন্ডলের পানের বরজে। এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় চারজন চাষীর ৩ বিঘা জমির ২টি পানবরজ। এতে চারজন চাষীর প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। পরে স্থানীয়রাসহ ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, আমরা নি:শ্ব হয়ে গেছি। কীভাবে আগুন লেগেছে কেউ জানে না। আগুনে বরজ এমনভাবে পুড়েছে কোন কিছু অবশিষ্ট নেই। সব বরজ নতুন করে তৈরি করতে হবে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পানের বরজে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। ৪ জন কৃষকের পানের বরজে আগুন লেগেছে। তবে কিভাবে আগুন লেগেছে সেটি জানা যায়নি।
সবুজদেশ/এসইউ
নিজস্ব প্রতিবেদক 

















