ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কালিগঞ্জে মাছ ধরতে গিয়ে ১৬ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ি

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৭:২৮:০০ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে।

 

সাতক্ষীরায় ঘেরে মাছ ধরতে গিয়ে ১৬দিন ধরে নিখোঁজ রয়েছেন ইসরাইল গাজী (৪২) নামে এক মাছ ব্যবসায়ি। গত ২৪ জানুয়ারি বিকালে বাড়ির পার্শ্ববর্তী দেবহাটার খলিসাখালী এলাকায় ক্রয়কৃত একটি ঘেরে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন নিখোঁজ ইসরাইল গাজীর মা হামিদা খাতুন (৬০)।

নিখোঁজ মাছ ব্যবসায়ি ইসরাইল গাজী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বিলকাজলা গ্রামের এবাদুল গাজীর ছেলে।

হামিদা খাতুন জানান, গত ২৪ জানুয়ারি বিকালে বাড়ির পার্শ্ববর্তী দেবহাটার খলিসাখালী এলাকায় ক্রয়কৃত একটি ঘেরে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়েছিল তার ছেলে ইসরাইল। পরে সে আর বাড়ি ফিরে আসেনি। এরপর থেকে ইসরাইলের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কালিগঞ্জ থানায় জিডি করার উদ্যোগ নেয়া হয়। কিন্তু দেবহাটা এলাকায় মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার কারণে জিডি নেয়নি কালিগঞ্জ থানা কর্তৃপক্ষ। পরে তিনি গত ৭ ফেব্রুয়ারি দেবহাটা থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-২৫৯, তারিখ ৭/২/২৫।

হামিদা খাতুন আরও জানান, তার ছেলে বিএনপির রাজনীতি করতো। সংসারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দীর্ঘ ১৬ দিন যাবত তার সন্ধান না পেয়ে সন্তানসহ পরিবারের সবাই চরম দুঃশ্চিন্তার মধ্যে দিন যাপন করছেন। ছেলের সন্ধান পেতে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট দাবি জানিয়েছেন তিনি।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হযরত আলী থানায় ইসরাইল গাজীর মিসিং সংক্রান্ত একটি সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে বলেন, তার ব্যবহৃত মোবাইল ফোনের সিডিআর সংগ্রহ করে ও কললিষ্ট নিয়ে তার লোকেশন ট্রাক করার চেষ্টা চলছে। এবিষয়ে পুলিশ বিশেষ তৎপর রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

কালিগঞ্জে মাছ ধরতে গিয়ে ১৬ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ি

Update Time : ০৭:২৮:০০ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

 

সাতক্ষীরায় ঘেরে মাছ ধরতে গিয়ে ১৬দিন ধরে নিখোঁজ রয়েছেন ইসরাইল গাজী (৪২) নামে এক মাছ ব্যবসায়ি। গত ২৪ জানুয়ারি বিকালে বাড়ির পার্শ্ববর্তী দেবহাটার খলিসাখালী এলাকায় ক্রয়কৃত একটি ঘেরে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন নিখোঁজ ইসরাইল গাজীর মা হামিদা খাতুন (৬০)।

নিখোঁজ মাছ ব্যবসায়ি ইসরাইল গাজী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বিলকাজলা গ্রামের এবাদুল গাজীর ছেলে।

হামিদা খাতুন জানান, গত ২৪ জানুয়ারি বিকালে বাড়ির পার্শ্ববর্তী দেবহাটার খলিসাখালী এলাকায় ক্রয়কৃত একটি ঘেরে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়েছিল তার ছেলে ইসরাইল। পরে সে আর বাড়ি ফিরে আসেনি। এরপর থেকে ইসরাইলের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কালিগঞ্জ থানায় জিডি করার উদ্যোগ নেয়া হয়। কিন্তু দেবহাটা এলাকায় মাছ ধরার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার কারণে জিডি নেয়নি কালিগঞ্জ থানা কর্তৃপক্ষ। পরে তিনি গত ৭ ফেব্রুয়ারি দেবহাটা থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-২৫৯, তারিখ ৭/২/২৫।

হামিদা খাতুন আরও জানান, তার ছেলে বিএনপির রাজনীতি করতো। সংসারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দীর্ঘ ১৬ দিন যাবত তার সন্ধান না পেয়ে সন্তানসহ পরিবারের সবাই চরম দুঃশ্চিন্তার মধ্যে দিন যাপন করছেন। ছেলের সন্ধান পেতে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট দাবি জানিয়েছেন তিনি।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হযরত আলী থানায় ইসরাইল গাজীর মিসিং সংক্রান্ত একটি সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে বলেন, তার ব্যবহৃত মোবাইল ফোনের সিডিআর সংগ্রহ করে ও কললিষ্ট নিয়ে তার লোকেশন ট্রাক করার চেষ্টা চলছে। এবিষয়ে পুলিশ বিশেষ তৎপর রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সবুজদেশ/এসইউ