পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের দুধমুখি নদীতে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে আটক পাঁচ জেলেকে আটক করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) একটি ট্রলার ও জালসহ পাঁচ জেলেকে আটক করে বনরক্ষীরা।
কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার শোয়েবুর রহমান সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক জেলেরা হলেন- মো. মিরাজ (৫০), হানিফ মুন্সি (৫০), আল আমিন (৪০), মানিক কাজী (২৫) ও রফিক দেওয়ান (৫০)। এদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে।
কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার শোয়েবুর রহমান সুমন বলেন, দুধমুখী নদীতে একদল জেলে গোপনে মাছ ধরছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় একটি ট্রলার ও ব্যবহার নিষিদ্ধ বেশ কিছু ছোট ফাঁসের বেহুন্দি জাল জব্দ করা হয়।
আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সন্ধ্যায় বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
সবুজদেশ/এসইউ