চলমান “অপারেশন ডেভিল হান্ট”-এ ঝিনাইদহে পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী। ঝিনাইদহ সদর, শৈলকূপা ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, সদর উপজেলার চন্ডিপুর গ্রামের ছাবের আলীর ছেলে কামাল শেখ, শৈলকূপার কৌপাড়া গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে সাইদ বিশ্বাস, একই উপজেলার সাতগাছি গ্রামের আমিন আলীর ছেলে মুকুল আহমেদ, কালীগঞ্জের খড়িকাডাঙ্গা গ্রামের মৃত ইসমাইলের ছেলে আতাউর রহমান ও একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে আরিফুল ইসলাম।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে যৌথবাহিনী। আটকদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আটকদের আদালত সোপর্দ করা হবে।
সবুজদেশ/এসএএস