ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট: মোংলায় বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক ৪

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৯:২৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে।

 

অপারেশন ডেভিল হান্টে বাগেরহাটের মোংলায় রাতভর অভিযান পরিচালনা করে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১টা হতে ভোর ৬টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্ত বিসিজি বেইস মোংলা, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকা এবং বুড়িডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার অনিক মাহ্‌মুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, মো. জাহাঙ্গীর হোসেন (৪৩), মো. ডালিম (৫২), মো. শফিকুর রহমান (৭২) ও বিধান চন্দ্র রায় (৬৬)। এরা সবাই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার অনিক মাহ্‌মুদ জানান, রাতভর অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের জিম্মায় থাকা ১টি দু’নলা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করা হয়। অস্ত্রসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

অপারেশন ডেভিল হান্ট: মোংলায় বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক ৪

Update Time : ০৯:২৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

 

অপারেশন ডেভিল হান্টে বাগেরহাটের মোংলায় রাতভর অভিযান পরিচালনা করে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১টা হতে ভোর ৬টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্ত বিসিজি বেইস মোংলা, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকা এবং বুড়িডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার অনিক মাহ্‌মুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, মো. জাহাঙ্গীর হোসেন (৪৩), মো. ডালিম (৫২), মো. শফিকুর রহমান (৭২) ও বিধান চন্দ্র রায় (৬৬)। এরা সবাই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার অনিক মাহ্‌মুদ জানান, রাতভর অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের জিম্মায় থাকা ১টি দু’নলা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করা হয়। অস্ত্রসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

সবুজদেশ/এসইউ