ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবনে কাঁকড়া শিকারের অভিযোগে ২ জেলে কারাগারে

 

সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ এলাকায় কাঁকড়া শিকারের অভিযোগে দায়ের করা মামলায় ২ জেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (১২ ফেব্রুয়ারি) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ আজহারুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি )বিকেল ৪ টার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জর ভোমরখালি টহল ফাঁড়ির আওতাধীন ছোট কুমারী খালে কাঁকড়া শিকারকালে তাদের আটক করে বনরক্ষীরা। এসময় তাদের নিকট থেকে ১ টি নৌকা ও ৩০ কেজি কাঁকড়া জব্দ করা হয়।

আটককৃতরা হলেন,দাকোপ উপজেলার মৌখালি গ্রামের মকবুল সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার(৩৮), একই গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে আজমল হোসেন(২৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোমরখালি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, নিয়মিত টহলের জন্য ছোট কুকুমারী খালে রওনা হয়ে খালের আগায় অবস্হানকালে জেলেদর কথাবার্তার শব্দ শুনতে পাই।সামনে অগ্রসর হলে কাঁকড়া শিকার অবস্হায় ২ জেলেকে দেখতে পাই।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের তাদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সবুজদেশ/এসইউ

Tag :
About Author Information

সুন্দরবনে কাঁকড়া শিকারের অভিযোগে ২ জেলে কারাগারে

Update Time : ০৬:০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

 

সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ এলাকায় কাঁকড়া শিকারের অভিযোগে দায়ের করা মামলায় ২ জেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (১২ ফেব্রুয়ারি) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ আজহারুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি )বিকেল ৪ টার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জর ভোমরখালি টহল ফাঁড়ির আওতাধীন ছোট কুমারী খালে কাঁকড়া শিকারকালে তাদের আটক করে বনরক্ষীরা। এসময় তাদের নিকট থেকে ১ টি নৌকা ও ৩০ কেজি কাঁকড়া জব্দ করা হয়।

আটককৃতরা হলেন,দাকোপ উপজেলার মৌখালি গ্রামের মকবুল সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার(৩৮), একই গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে আজমল হোসেন(২৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোমরখালি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, নিয়মিত টহলের জন্য ছোট কুকুমারী খালে রওনা হয়ে খালের আগায় অবস্হানকালে জেলেদর কথাবার্তার শব্দ শুনতে পাই।সামনে অগ্রসর হলে কাঁকড়া শিকার অবস্হায় ২ জেলেকে দেখতে পাই।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের তাদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সবুজদেশ/এসইউ