মাগুারার শারিখা উপজেলায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ এক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এসময় তার বাড়ি থেকে ১টি এক নলা বন্দুক (দেশীয়), ১টি কার্তুজ, ১০টা রামদা (দেশীয় বড় দা), ১টা চাইনিজ কুড়াল, ১টি চাপাতিসহ ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন যৌথ বাহিনীর সদস্যরা।
আটক আলামিন কাজী শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের তিলখড়ি গ্রামের ইব্রাহিম কাজীর ছেলে।
তার বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার জন্য এলাকায় ত্রাস সৃষ্টি, ভয়ভীতি ও আধিপত্য বিস্তারের চেষ্টা করার অভিযোগ রয়েছে।
মাগুরা সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর শাফিনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে শালিখা থানা ওসি তদন্ত মিলন কুমার ঘোষ বলেন, যৌথবাহিনী আলামিনকে আটক করে শালিখা থানায় সোপর্দ করেছে। গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়াধীন রয়েছে। সেই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সবুজদেশ/এসইউ