ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় যৌন উত্তেজক ট্যবলেট ভায়াগ্রা ও ১৪জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে বিজিবি এসব জব্দ করে।
বিকেল সাড়ে তিনটার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রফিক জানান, বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৩৩-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের বাশঁ বাগানের মধ্যে হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৭৩২ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, ৫৮ বিজিবি’র অধীনস্থ শ্যামকুড়, পলিয়ানপুর এবং বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা হতে নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে ১৪ জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।
সবুজদেশ/এসইউ