বিগত ১৫ বছরের ফ্যাসিস্টরা এদেশের সাড়ে ৪ হাজার বেশি মানুষকে বিনাবিচারে গুলি করে হত্যা করেছে। তাদের অপরাধ ছিলো তাঁরা গণতন্ত্র চেয়েছিলো, ভোটের অধিকার চেয়েছিলো বলে অভিযোগ করে এ্যাটর্নী জেনারেল এ্যাড. মোঃ আসাদুজ্জামান।
শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় মেধা ও মনন মঞ্চ বির্তক প্রতিযাগীতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ্যাটর্নী জেনারেল বলেন, ২০০৮ সাল থেকে বাংলাদেশের মানুষের জীবনের উপর ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তির নীল-নকশা জেঁকে বসেছিল। অগণিত মানুষকে হত্যা করা হয়েছে। বিএনপি দাবি করছে তাদের ৬০ লক্ষ নেতাকর্মীর নামে গায়েবী মামলা দিয়েছে। আমরা পরিবর্তনের জন্য বিগত ১৫ বছর ধরে অতন্দ্র প্রহরীর মতো রাজপথ পাহারা দিয়েছি।
তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের সেই নির্যাতন-নীপিড়ন, নির্যাতিত মানুষের মুখচ্ছবি ধারণ করে যখন বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তখন পাখির মতো গুলি করে ২ হাজার ছাত্র-ছাত্রীকে হত্যা করা হয়েছে। ২ হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের জুলাই বিপ্লব ভুলণ্ঠিত হতে দিতে পারি না।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মেধা ও মনন মঞ্চ বির্তক প্রতিযাগীর চুড়ান্ত পর্বে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
‘কেবল শিক্ষাক্ষেত্রে বিনিয়োগই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে’ শীর্ষক বির্তক প্রতিযোগীতায় গ্র্যান্ড ফাইনালে শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কাঁচেরকোল মরিয়ম নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। মাসব্যাপী এই প্রতিযোগিতায় উপজেলার ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
সবুজদেশ/এসএএস