ঝিনাইদহের কালীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কালীগঞ্জ বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সরকারি মাহাতাব উদ্দিন কলেজ অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।
কালীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, মোশাররফ হোসেন, বিএনপি নেতা লুৎফর রহমান লেন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তোফাজ্জেল হোসেন তপন, উপজেলা যুবদলের আহবায়ক সুজা উদ্দিন পিয়াল, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লাহ, সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলামসহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বাঙালি জাতির মুক্তি সংগ্রামের প্রথম জয়যাত্রা ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারিতে। বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। গত ১৬ বছর স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে জেলখানায় বন্দি করে রেখেছিল। আজকে আমরা মুক্ত বাতাসে মুক্ত হাওয়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছি। এতে বিএনপির সকলেই গর্বিত।
সবুজদেশ/এসইউ/এসএএস