নড়াইল সদর উপজেলায় গাঁজাসহ লাল চাঁন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের খেয়াঘাট ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার লাল চাঁন যশোর জেলার বাঘারপাড়া থানাধীন ধলগ্রামের মৃত মফিজুর মোল্যার ছেলে।
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান এদিন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সকালে গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের খেয়াঘাট ব্রিজ এলাকায় অভিযান চালায়। এসময় লাল চাঁন নামে ওই ব্যক্তিকে হেফাজতে নেয় পুলিশ। পরে তার কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সবুজদেশ/এসইউ