ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ২

ফাইল ছবি-

 

যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে পায়রা ইউনিয়নের বারান্দীর বিল নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানান, পায়রা ইউনিয়নের বারান্দী এলাকা থেকে ফুলতলা ইউনিয়নের জামিরা বাজারে যাওয়ার সময় বারান্দী বিল নামক স্থানে মোটরসাইকেলটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পিলারের সাথে ধাক্কা খায়। এসময় ফুলতলা উপজেলার দামোদর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে মো. জিহাদ হোসেন (২৬) ও অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের কোটা গ্রামের আবদুর রশিদের ছেলে আলী মল্লিক (২৮) গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপেপ্লক্সে পাঠায়।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মরিয়াম মুনমুন জানান, দূর্ঘটনায় আহত দুইজন আশংকাজনক অবস্থায় হাসপাতালে আসলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পায়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফিরোজ আলম জানান, গুরুতর আহত অবস্থায় দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলিম বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনের মৃত্যুর ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সবুজদেশ/এসইউ

Tag :
About Author Information

যশোরে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ২

Update Time : ১০:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

 

যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে পায়রা ইউনিয়নের বারান্দীর বিল নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানান, পায়রা ইউনিয়নের বারান্দী এলাকা থেকে ফুলতলা ইউনিয়নের জামিরা বাজারে যাওয়ার সময় বারান্দী বিল নামক স্থানে মোটরসাইকেলটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পিলারের সাথে ধাক্কা খায়। এসময় ফুলতলা উপজেলার দামোদর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে মো. জিহাদ হোসেন (২৬) ও অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের কোটা গ্রামের আবদুর রশিদের ছেলে আলী মল্লিক (২৮) গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপেপ্লক্সে পাঠায়।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মরিয়াম মুনমুন জানান, দূর্ঘটনায় আহত দুইজন আশংকাজনক অবস্থায় হাসপাতালে আসলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পায়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফিরোজ আলম জানান, গুরুতর আহত অবস্থায় দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলিম বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনের মৃত্যুর ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সবুজদেশ/এসইউ